পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক அடு SAASA SAASAASAASAAAS সিরিজে বা কয়েকটি আর্ক ল্যাম্প সিরিজে ব্যবহৃত হয়। এই আর্ক ল্যাম্পের খরচ প্রতি ক্যাণ্ডেল পাওয়ারে অৰ্দ্ধ ওয়াট, কিন্তু অধুনা অৰ্দ্ধওয়াট গ্যাস ফিল্ড ল্যাম্প আবিষ্কার হইয়া এই আর্ক ল্যাম্পের ব্যবহার কমিয়া গিয়াছে। আজকাল ইহার বিশেষ কার্য্যের দরুণ,যেমন সিনেমা কাৰ্য্য, আর্ক ওয়েল্ডিং প্রভৃতির জন্ত ব্যবহৃত হইয়া থাকে । এই আর্ক ল্যাম্প সকলের ইলেক্টো-ম্যাগনেটিক কয়েলের ক্রিয়া তিন প্রকার সংযোগ ব্যবস্থার দ্বারা হইয় থাকে, যথা—১ । সিরিজ fē-ext, t సె. & ২। সান্ট, ৩ । কম্পাউণ্ড । সেইজন্ত আর্ক ল্যাম্পদের সিরিজ, সান্ট ও কম্পাউণ্ড আর্ক ল্যাম্প নামে অভিহিত করা যায়। উহাদের কাঠাম যথাক্রমে ৫১৮, ৫১৯, ৫২• চিত্রে দেখান হইল । চিত্রে দৃষ্ট হইবে যে উপর 'ও নিয়ের কার্বন হোল্ডারদ্বয় একটি রোলারের দ্বার চালিত চেন বা দড়ির দ্বারা ঝুলান অবস্থায় ঝুঁক্ষিত হয়। উপরের কার্বন হোল্ডারের সহিত একটি লৌহ কোর সংযুক্ত থাকে এবং ঐ লৌহ কোর একটি কয়েলের মধ্যে এমনভাবে প্রবিষ্ট হয় যাহাতে এই কোর কয়েলের উপর বা নীচের দিকে যাইতে পারে। কয়েলটি আর্ক কাৰ্ব্বন দ্বয়ের সহিত সিরিজে সংযুক্ত হয়। কারেন্ট প্রবাহিত হইলেই ঐ কয়েলের মধ্য দিয়াও প্রবাহিত হয়। ঐ কারেণ্ট প্রবাহের দ্বারা কয়েলটি উত্তেজিত হইলে ঐ লৌহ কোরটিকে কয়েলের মধ্যে আরও টানিয়া লয়, সেই সঙ্গে কাৰ্ব্বন ছুইটির মধ্যে ব্যবধান হষ্টয়া বৈদ্যুতিক আর্ক উৎপন্ন হয় । যত কাৰ্ব্বন ক্ষয় হইতে থাকে, বৈদ্যুতিক বেগ কম হইতে থাকে, তাহাতে