পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্সারিং বা তার খাটাল সম্বন্ধে কতিপয় জ্ঞাতব্য বিলক্স—তাৱ (Wire ) —শক্তির অপচয় হ্রাস বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক NDo) е চিত্র—৫২৪ করিবার নিমিত্ত তারগুলির ধাতু এরূপ হওয়া প্রয়োজন যেন দৈর্ঘ অনুপাতে বাধা অল্প হয় । তজ্জন্ত নিৰ্ম্মল তাম্রই প্রশস্ত । সমস্ত আলো প্রভৃতি এককালে জলিলে যেরূপ প্রবাহ লাগে তদনুযায়ী হিসাবমত ঠিক মত গেজের ভার ব্যবহার করিতে হয় --নচেৎ সরু হইলে অযথা উষ্ণ হইবার বা গলিয়া যাইবার সম্ভাবন, আর অযথা মোটা হইলে অধিক তাম্র খরচ হয়। যাহাতে সহজে অক্সিডাইসড না হয় অর্থাৎ মরিচ না পড়ে