পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক - \Oوي چ v. ..........“v...,a ... *. বিশিষ্ট লাইনে ব্যবহার্য্য সুইচগুলির অংশাবলী সাধারণ স্বইচ অপেক্ষা ভালরূপে রোধিত । ৫৩৬ চিত্রে একটি ঢাকনা খোলা স্বইচ,৫৩৭ চিত্রে একটি ডবল সুইচ ও ৫৩৮ চিত্রে একটি নাইফ’ (knife) সুইচ দর্শিত হইয়াছে। তারের কেদিং, সুইচ বোর্ড প্রভৃতিকে দেওয়ালে খাটাইবার নিমিত্ত, দেওয়ালে গর্ত করিয়া ঐ গর্তে কাষ্ঠ কীলক (পিন) পুরিয়া সিমেন্ট প্রভৃতি দ্বারা আঁটিয়া দেওয়া হয়। যদি পিন কোন কারণে আলগা হইয়া যায় তাহা হইলে বাটালী দ্বারা উহার মধ্যস্থল চিরিয়া তন্মধ্যে কীলক (Wedge) পুরিয়া দিলেই উহা অাটিয়া যাইবে। এই পিন কেসিংএর বেলায় ৩৪ ফুট অন্তর বসান হয় ও তাহারা আকারে ছোট হয় ; সুইচ বোর্ড প্রভৃতি ভারী বস্তুর জন্য ভর অনুযায়ী এক্ট পিনগুলি বৃহৎ হয়। পিনগুলি দেওয়াল হইতে যেন উচু বা নীচু না হয়, অর্থাৎ দেওয়ালের গায়ের সহিত যেন সমান ভাবে মিলিয়া থাকে। পিনগুলি দেওয়ালের সঠিত দৃঢ় ভাবে আবদ্ধ হইলে পর তাহাদের উপর স্পেসিং ইনসুলেটার ( ক্লিট ) দিয়৷ তদুপরি কেসিং প্রভৃতি দিয়া ক্লিটের মধ্য দিয়া কাষ্ঠ পিনের সহিত আবদ্ধ করা হয়। পিনের উপর ক্লিট ব্যবহারের উদ্দেশ্য দেওয়াল ও কেসিং প্রভৃতির মধ্য দিয়া বায়ু সঞ্চালনের পথ প্রদান করা। so ফিউজ (Fuse) :–পাছে অত্যধিক প্রবাহ হেতু উস্তাপ দ্বারা তার পুড়িয়া গিয়া কোন স্থানে আগুন লাগিয়া যায় সেইজন্ত— ইঞ্জিনে যেরূপ সেফটি ভালভ ব্যবহৃত হয়—বৈদ্যুতিক পথে সেক্টরূপ ফিউজ ব্যবহার হইয় থাকে। ফিউজ বাহির হইতে একটি চীনামাটির ঢাকন বিশিষ্ট বাক্সের দ্যায় দেখিতে, চিত্র— ৫৩৯-৫৪ • । ইহার মধ্যে দুইটি ধাতুখও আছে তাহারা লাইনের তারের সহিত সংযুক্ত থাকে এবং বাক্সের মধ্যে ঐ ধাতুখণ্ডদ্বয় ফিউজ অয়ার (Fuse wire ) নামক একপ্রকার মিশ্রাতুর তার দ্বারা সংযুক্ত থাকে। এই ফিউজতারের গুণ এই যে তাহার লাইনের তার অপেক্ষ অল্প তপ্ততায় বিগলিত