পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\రిసి বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক হয়—মুতরাং অত্যধিক প্রবাহ হইলে তদজনিত উত্তাপ হেতু লাইনের তার পুড়িবার আগেই ফিউজ তার বিগলিত হইয়৷ যায় ও ফিউজের মধ্যস্থ ধাতুখণ্ডদ্বয়ের বৈদ্যুতিক সংযোজন বিচ্ছিন্ন হয় । বৈদ্যুতিক পথ f53–&రిని সম্পূৰ্ণ করতে হইলে পুনরায় ফিউজ তার দিয়া ধাতুখণ্ডদ্বয়কে সংযোগ করা হয় ৮ লাইনের প্রবাহ তনুসারে ফিউজ তার নিদ্ধারিত হয় । কাচি তম (উডি (Cut out ) :—এগুলি তারের সংযোগস্থলে সংযোজনের নিমিত্ত ব্যবহৃত হয় • যদি ফিউজ তার দ্বার সংযোজন সাধিত হয় তাহা ইলে তাহাকে ফিউজ কাট আউট বলে, আর যদি লাইনের তার দ্বারাই সংযোজন সাধিত হয় তাহা হইলে তাহাকে জয়েণ্ট বক্স বলে । সিনলিং রোজ (Ceiling Rose) —ইহার ছাদের তলদেশে কড়ি প্রভৃতি হইতে তার ঝুলাইবার নিমিত্ত ব্যবহৃত হয় । সুইচের মত ইহাদের মধ্যে দুইটি ধাতুৰ্থও থাকে, লাইনের তারদ্বয় ঐ ধাতুখণ্ডের সহিত সংযুক্ত হয় ও তথা হইতে দুষ্টটি তার ঢাকনার ছিদ্র দিরা পয়েন্টে বায়।