পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক - میر سیاسی مه ۹۶ তার o সংযুক্ত এবং ধীরের + ও — তারদ্বয় কমিউটেটার ব্রাস b ও b এর সঙ্গিত সংযুক্ত। I কয়েলের টারমিনালদ্বয় অল্টারনেটিং চাপ প্রাপ্ত হয়, সুতরাং এই কয়েল দ্বারা স্বীয় সম্ভাবন হেতু আমেচারের সর্ট সার্কিট ঘটতে পারে না পরস্তু ইহার দুই অৰ্দ্ধাংশেৰ সম্ভাবনী ক্ষমতা (Inductance) সমান হওয়ায় নিউটাল তারের চাপ দুইধারের “+” ও “—” এর মাঝামাঝি। যখন দুইদিকের ভার সমান না হয়, নিউটাল তারের মধ্য দিয় প্রবাহের বিয়োগফল অনায়াসেই ; কয়েদের মধ্য দিয়া প্রবাহিত হয়, যেহেতু এই প্রবাত দ্রুত পরিবর্তনশীল নহে, সুতরাং সম্ভাবন-হেতু বাধ৷ প্রাপ্ত হয় না । বলা বাহুল্য শক্তির অপচয় ও দুইদিকের ভোণ্টেজের পার্থক্য হ্রাসের নিমিত্ত এষ্ট | কয়েলের বাধা ( ওম, হিঃ ) খুব অল্প হওয়া প্রয়োজন ও স্বীয় সম্ভাবনী ক্ষমতা খুব অধিক হওয়া উচিৎ। (৬) আকজিলিক্সারী ডাক্সলামে প্রণালী :– ইহাতে নিউট,াল তারটি দ্বিতীয় একটি ডায়নামোর সহিত সংযুক্ত। এই দ্বিতীয় ডায়নামোকে অকজিলিয়ারী ডায়নামে বলে, ইহার ভোলটেজ প্রধান ডায়নামোর ভোলটেজের প্রায় অৰ্দ্ধেক এবং ইহা প্রধান ডায়নামে হইতে সচরাচর বেলটিং দ্বারা চালিত হয়। নেগেটিভ দিকে ভার অধিক হইলে টহু ডায়নামোর কার্য্য করে ও পজিটিভ দিকে ভার অধিক ইলে মোটরের কার্য্য করে। (৭ কমপেলসোটচার প্রণালী :–চিত্র ৫৭৪, ইহাতে দুইটি অকজিলিয়ারী ডায়নামেc ও c সিরিজে সংযুক্ত হইয়া চিত্রে দর্শিত ভাবে ব্যবহৃত হয়, ইহাদিগকে কমপেনসেটার ( Compensator ) বা ইকোয়ালাইজার (Equalizer) বলে । প্রত্যেক কমপেনসেটারে প্রধান ডায়নামোর ভোলটেজের অৰ্দ্ধেক ভোলটেজ উৎপন্ন হয় এবং ভার ও চাপকে সমভাৰে ভাগ করিয়া দেয়। যে দিকে ভার কম হয় তথায় কমপেনসেটার মোটরে পরিণত হয় এবং অপরটিকে ডায়নামোর মত