পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8*○ বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক = কমিউটেটারের সহিত সংযুক্ত এরূপ একটি ডবল-ডায়নামে ব্যবহার হয় । এই ডবল ডায়নামে। সিরিজে সংযুক্ত দুইটি পৃথক চিত্র—৫৭২ ডায়নামোর মত কাৰ্য্য . করে। চিত্র ৫৭২ একই সাফটের উপর পৃথক কমিউটেটারদ্বয় আছে। (৩) ব্রিজ প্রণালী ৪—ইহাতে পাশ্বের তারদ্বয়কে একটি বাধাদায়ক তার বা কয়েল দ্বারা সেতুর মত সংযোগ করা হয় এবং একটি স্থান পরিবর্তনক্ষম স্বইচ দ্বারা নিউলি তারকে উহার এরূপ স্থানে সংযোগ করা হয় যেন দুইদিকেই ভার সমান হয় । (৪) তিন ব্ৰাসযুক্ত ডাক্সলামে প্রণালী.৪— ইহার ডায়নামোতে তৃতীয় একটি ব্রাস থাকে ও নিউটাল তারটি তাহার সহিত সংযুক্ত করা হয় । ( • ) cēta=t=fSE (Dobrowolsky ) f=5== <st= প্রণালী ৪—ইহাতে একটি সেলফ ইণ্ডাকদান কয়েল সাধারঃ ডাইরেক্ট কারেন্ট ডায়নামোর আমেচারের দুই বিপরীত ভাগে সংযুক্ত থাকে, - চিত্র ৫৭৩। a আমেচার, I ইণ্ডাকসন কয়েল ইহার c c ব্রাস দুইটি রিংএর দ্বারা মামে চারের দুই বিপরীত দিকের সহিত সংযুক্ত (অত I5項ーの"の এবং আমেচার ঘুরিলেও I স্থির থাকিতে পারে। কোন কোন স্থলে ইহা আমেচারের সহিত খুরে, তথায় c c ব্রাস প্রয়োজন হয় না)। I গুটির মাঝখানের ফাসের নিউট্রাল