পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক - “SVOby AAMAMMAMAMeAAA AAAA AAAASAASAASAASAASAASAASAA কয়েলের উন্মুক্ত অবস্থায় বহিতেছিল ) ব্যতীত এই ওয়াট কারেন্টও বহিৰে, অতএব এই প্রবাহদ্বয়ের সমষ্টি প্রবাহ ভোলটেক্তের সহিত একই কেজে নাই, অথবা উহাদের ফেজের ব্যবধান “সিকি পিরিয়ান্ডও' নহে। সেকেণ্ডারী যত অধিক ভারযুক্ত হইবে, অর্থাৎ উহা হইতে বত অধিক “ওয়াটকারেন্ট লওয়া যাইবে, ফেজের ব্যবধান ততই অল্প হইবে। পুর্ণমাত্রায় ভারযুক্ত টান্সফমারের ওয়াট কারেন্টের সহিত তুলনায় যৎসামান্ত চুম্বককর ‘ওয়াটহীন কারেন্টকে অগ্রাহ করা চলে ও এরূপ অবস্থায় দৃষ্ট হইবে ফেজডিফারেন্স নাই। স্বতরাং পূর্ণমাত্রায় ভারযুক্ত টান্সফমার হইতে ২২• ভোলট চাপে ১•• আম্প প্রবাহ লইলে উহা হইতে প্রাপ্তব্য শক্তি = ২২• x ১০০ = ২২ কিলো-ওয়াট।’ দ্রষ্টব্য –এযাবৎ কাল বলা হইয়াছে যে ভারহীন ট্রান্সক্ষমারে কেবলমাত্র ওয়াটহীন কারেণ্ট অর্থাৎ সিকি-পিরিয়াড ফেজ ডিফারেন্স বিশিষ্ট কারেন্ট বহে। ইহার সত্যত আনুমানিক। বস্তুতঃ ট্রান্সফমার ভাৱহীন হইলেও অর্থাৎ উহার সেকেণ্ডারী কয়েল উন্মুক্ত থাকিলেও কেবল মাত্র যে সিকিপিরিয়াড ফেজ ডিফারেন্স বিশিষ্ট ওয়াটলেস কারেন্ট প্রাইমারী কয়েলে বহে তাছা নহে, সেকেওীর কারেন্ট উৎপন্ন হয় এবং তাহা লৌহ চাকতিগুলিতে বহে, যেহেতু প্ৰত্যেক চাকতি নিজেই সম্পূর্ণ ধাতব পথ—এই প্রবাহকে গাত্র প্রবাহ বা "এডি-কারেণ্ট" বলে এবং চাকতিগুলি যতই পাতলা ও বাধাদায়ক হউক ন কেন, কিছু ন কিছু এডি কারেন্ট হয়ই হয়। সেকেণ্ডারী কয়েলের সম্পূর্ণ সার্কিট অবস্থায় উহার মধ্যে বহমান প্রবাহ হেতু প্রাইমারী কয়েলে যেরূপ ফল হয়, এই 'এডি-কারেন্টগুলির দরুণও সেইরূপ ফল প্রাইমারী কয়েলে হয় অর্থাৎ যেহেতু সেকেণ্ডারী কয়েলে প্রবাহ বহার দরুণ প্রাইমারী কয়েলে ওয়াট কারেন্ট প্রবেশ করে, এই "এডি-কারেন্ট’গুলির দরুণও প্রাইমারী কয়েলে ওয়াট-কারেন্ট’ ৰছে । অতএব দেখা যাইতেছে টান্সফমার ভারবিহীন হইলেও উহার