পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88:- বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক SAS SSAS SSAS SSASAS SS SAAAAAA AAAA AAAA AAAASASASS --- عہ۔ --سمر-سہ-یہ-- হয়। যথা, স্পন্দন সংখ্যা মিনিটে ৮• • • হইলে দ্বি-মেরু যন্ত্রে মিনিটে ৪• • • ব৮মের যন্ত্রে মিনিটে ১:•• বার ঘুরিতেছে, এরূপ অবস্থায় আমেৰ্চারকে আনিয়া ৮••• স্পন্দনবিশিষ্ট ঐ অলটারনেটিংকারেন্ট উহাতে প্রযুক্ত হয়। সিংক্রনাস-মোটরের সুবিধা, উহা প্রায় একভাব গতিতে চলে এবং ভোল টেজ ও কারেন্টের মধ্যে ফেজের পার্থক্য থাকে না, কিন্তু প্রধান অসুবিধা এই যে, কোন কারণে, যথা—গুরুভার হেতু—যদি উহার গতি কমিয়া যায় তাহা হইলে উক্ত থামিয়য়া যাইবে, কারণ যেরূপ প্রবাহকালে উহার তার যে মেরুর অধীন থাকা উচিৎ, গতি হ্রাস হেতু তাহার বিপরীত মেরুর অধীন থাকিলেষ্ট বিপরীত দিকে ঘুরিবার প্রয়াস পাইবে—সুতরাং মোটর থামিয়া যাইবে । এইজন্ত ইহা কলকারখানায় সাফট প্রভৃতি চালান কার্যোর অনুপযুক্ত। মোটর-জেনারেটার ও কনভার্টার – দূরবর্তী স্থানে বৈদ্যুতিক শক্তি সরবরাহ করিতে হইলে অল টারনেটিং কারেন্টই সুবিধাজনক, কিন্তু এই প্রকার কারেন্টের অসুবিধা এই যে, আকুমুলেটর চার্জ করা প্রভৃতি কাৰ্য্য ইহার দ্বারা সাধিত হইতে পারে না। এই নিমিত্ত সচরাচর নিম্নলিখিত পদ্ধতি অবলম্বিত হয়। সেন্টাল ষ্টেশনে বা পাওয়ার হাউসে (যেখানে বৈদ্যুতিক শক্তি উৎপাদিত হয় ) অলটারনেটিং কারেন্ট উৎপাদিত হইয়া সাৰ-ষ্টেশনে বা ডিষ্টিবিউটিং ষ্টেশনে ( যাহা সরবরাহের পল্লীগুলির মধ্যে কতকগুলি সন্নিকটস্থ তদধীল পল্লীগুলিতে শক্তি সরবরাহ করে ) সরবরাহ হয়। এই ডিষ্টিবিউটিং ষ্টেসন গুলিতে অলটরনেটিং কারেন্ট, উপযুক্ত ভোল টেজের কfণ্টনিউয়াস কারণ্টে পরিণত হইয়া আকুমুলেটার চার্জ করে ও তদধীন প্লল্পীগুলিতে সরবরাহ করে। যখন চাহিদা অতি অল্প হয় তখন কেবলমাত্র আকুমূলটার হইতে ঐ অল্প শক্তি সরবরাহ হয়, সেন্টাল-ষ্টেশনের ও সাবষ্টেশনের যন্ত্র সকল বন্ধ থাকে। আবার অপ্ল কালের জন্য চাহিদা অত্যধিক হইলে সাবষ্টেশনে ২৯ বি