পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক 8&to SAAAAAA AAAASASASS কয়েলের জন্ত দুইটি করিয়া খাজ না হইয়া ৪,৬ বা ততোধিক খাজ থাকিতে পারে, যথা, ৫৯৪ চিত্রে প্রত্যেক কয়েলের জন্ত ৬টী খাজ আছে—অর্থাৎ একসঙ্গে তিনটি করিয়া কয়েল একত্র একটি কয়েলের কার্য্য করিতেছে । কন্সিকোয়েণ্ট মেরু বিশিষ্ট যন্ত্র হইলে কয়েলগুলির দ্বারা আবৃত স্থানগুলিতে একই প্রকার মেরু স্বঃ হয় ও কয়েলের বহির্ভাগে বিপরীত (কলিকোয়েণ্ট ) মেরুগুলি স্বঃ হয় । আর যদি সকল মেরুগুলিই কয়েল দ্বারা উৎপন্ন হয় তাহা হইলে প্রত্যেক মেরুর নিমিত্ত একটি কয়েল প্রয়োজন হয়। স্কুইরেল-কেজ রোটার ইহাতে ব্যবহার হয়। ইহার তার জড়াইবার পদ্ধতি দুই-ফেজ মোটর হইতে পৃথক এবং ইহার গঠনও কিছু ভিন্ন, নতুবা কাৰ্য্য হিসাবে ইহাদের মধ্যে কিছুই প্রভেদ ঠিক করা যায় না। বহু ফেজ-কারেণe (Multi-phase or Polyphase current) —দুই-ফেজ কারেণ্ট প্রস্তুত করিতে হইলে এক-ফেজ কারেন্ট উৎপাদক দুইটি একই প্রকার অন্টারনেটারের স্থির আমে চারদ্বয়কে একই সাফটে এরূপভাবে ( একটিকে অপরটির মেরু ব্যবধানের অৰ্দ্ধেক ঘুরাইয়া ) আবদ্ধ করিতে হয় যেন একটির মেরুসকল অপরটির মেরু সকলের ব্যবধানের মাঝে পড়ে । সুতরাং দ্বি-মেরু বিশিষ্ট যন্ত্র হইলে একটির মেরুদ্বয় বা মেরু উৎপাদক কয়েলদ্বয় হইতে"৯০° বা সিকি পাক বুরিয়া বসিবে, অথবা ৪-মেরু বিশিষ্ট যন্ত্র হইলে একটির মেরু চতুষ্টয় বা মেরু উৎপাদক কয়েল সকল অপটির মেরু চতুষ্টয় ৰ মেরু উৎপাদক কয়েল সকল হটতে ৪৫° বা ১ পাকের অষ্টমাংশ ঘুরিয়া বসিবে । এইভাবে তিন-ফেজ কারেন্টও উৎপন্ন হইতে পারে—ইহাতে একই সাফটে তিনটি সমান আমেচার আবদ্ধ করিতে হইবে এবং দ্বি-মেরু যন্ত্র হইলে একটি আমের্কারের মেরু সকলের অপর আমে চারের মেরু সকল হইতে ৬• • সরাইয়া দিতে হইবে বা ৪- মেরু যন্ত্র হইলে একটি আমেচারের মেরু সকলকে অপরটির মেরু সকল হইতে ৩০ ° বা ১ পাকের