পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক 8 * ৭১ চিত্রে চুম্বক ও স্বচ-চুম্বকের ব্যবধানে আড়াআড়িভাবে একটি নরমলৌহ আছে । এস্থলে দৃষ্ট হইবে যে স্বচ-চুম্বক আর বিশেষ আকৰ্ষিত হই তেছে না। বলরেখাগুলি দেখি লেই বুঝিতে পারা যাইবে। চিত্রদ্বয়ে 1 পিত্তল B লৌহ । (২) আমরা লৌহচুর সাহায্যে পূৰ্ব্বে চুম্বক-রাজ্য অঙ্কনের বিষয় দেখিয়াছি । এখন আমরা লৌহচুর ব্যতীত আর এক প্রকারে চুম্বকরাজ্য অমুসরণপ্রণালী স্বচ-চুম্বকের সাহায্যে হয় দেখিব । চুম্বককে কাগজের উপর শায়িত রাখিয়া একটি সুচ-কম্পাসকে উকার নিকট বসাইলে স্বচচুম্বকটি চুম্বকবলের দিক লইয়া অবস্থান করিবে । এই স্বচ চুম্বকের শেষভাগ ভয় কাগজের উপর পেন্সিলের বিন্দু দ্বারা চিহ্নিত করিয়া কম্পাসটিকে