পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচয় । न्दश्ञपॉब्ष বিদ্যুহ (Current Electricity ):—oft off; পাত্রে বিভিন্ন লেভেলে জল থাকে ও তাছার তলদেশে নলদ্বারা সংযুক্ত হয়, তাহা হইলে যে পর্য্যন্ত না লেভুেলের সমতা হয়, ঐ নলের মধ্য দিয়া, উচ্চ লেভেলের পাত্র হইতে নিম্ন লেভেলে পাত্রে, জলপ্রবাহ হইতে থাকে (চিত্র—১২৪)। ঠিক সেইরূপ যদি দুইটি বস্তুতে বিভিন্ন পোটেনস্তালে বিদ্যুৎ থাকে এবং তাহারা একটি পরিচালক তার দ্বারা সংযোজিত হয়, তাহাহইলে, যে পৰ্য্যন্ত বস্তুদ্বয়ের পোটেনস্তাল সমান না হয়, ঐ তারের মধ্য দিয়া বিদ্যুতের প্রবাহ হইতে থাকে। ইহাকে বিদ্যুৎ প্রবাহ বলে । এস্থলে দেখা যাইবে যে উল্লিখিত জল প্রবাহ চিরস্থায়ী নহে । কিয়ৎক্ষণের মধ্যেই উচ্চ লেভেলের পাত্র হইতে জল নিঃস্থত ফুর নিম্ন লেভেলের পাত্রে যাইয়া লেভেলের সমতা আনে,ও তখন প্রবাহ বন্ধ হইয়া যায়। ঠিক সেইরূপ বিছাতের বেলায়ও,—যেহেতু বিদ্যুৎ আলোক শক্তির মত অতি প্রচণ্ড বেগে প্রবাহিত হয়—অতি অল্প সময়ের মধ্যেই প্রবাহ হেতু পোটেনস্তালের সমতা আসে ও প্রবাহ বন্ধ হইয়া যায় । সুতরাং, এইরূপে দুইটি বিভিন্ন পোটেনস্তাল’ এর বস্তকে সংযোজন দ্বারা তারের মধ্য দিয়া যে थबांझ ग्रडे छग्न डांशग्न झांब्रिङ्ग अठि बग्न । - কিন্তু যদি একটি পাম্প দিয়া, কৰ্ম্মশক্তি দ্বার, নিম্ন লেভেলের পাত্র হইতে সৰ্ব্বদা জল পাম্প করিয়া উচ্চ লেভেলের পাত্রে দিয়া লেভেলের পার্থক্য বজায় রাখা হয়, তাহা হইলে সৰ্ব্বদ। উচ্চ লেভেলের পাত্র হইতে নিম্ন fRж—xз я