পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্ৰিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক r :9* لمن' মধ্যে পোটেনস্তাল বা বৈদ্যুতিক চাপের পার্থক্য বিদ্যুৎ প্রবাহের কারণ সুতরা প্র মাছের বেগ পোটেনস্তাল পার্থক্য বা ‘বৈদ্যুতিক চাপ পার্থক্য" অনুযায়ী হয় । এবং প্রবাহ বহিবার সময় উহার পথ ( তার ) দ্বার। বাধা প্রাপ হয় । এই বাধা যত অধিক হইবে, প্রবাহের বেগ তত কম হহবে । সুতরাং জলের ন্যায় বিদ্যুৎ প্রবাহের বেগ পোটেনস্তাল পার্থক্য বা বৈদ্যুতিক চাপ পার্থক্য অনুযায়ী ও পথের বাধাব বিরূপ ভাবে হয়। সেল (Coll ) :–uসল প্রধানত: দুইটি বিভিন্ন পরিচালক এবং কোন উত্তেজক ( Excitant ) দ্বারা সংগঠিত, এই উত্তেজক সচরাচর তরল অবস্থায় দৃষ্ট হয় । পরিচালকদ্বয়েব স্বভাব ধৰ্ম্ম এরূপ যে উত্তেজকের সহিত রাসায়নিক প্রক্রিয়া ঘটিলে একটির পোটেনস্তাল উচ্চ অর্থাৎ পজিটিভ হয়, ইহাকে পজিটিভ (+) পোল বলে ও অপরটির পোটেনস্তাল নিম্ন অর্থাৎ নেগেটিভ চয়, ষ্টহাকে নেগেটিভ (—) পোল বলে । এই পোলদ্বয়কে তার দ্বারা ংযুক্ত কবিলে তারের মধ্য দিয়া বিদ্যুৎ প্রবাহিত হইতে থাকিবে । বিদ্যুৎ প্রবাহ কালে পরিচালকের সহিত উত্তেজকের রাসায়নিক প্রক্রিয়া পরিচালকজ্বয়ের পোটেনস্তাল বা বৈদ্যুতিক চাপ-পার্থক্য বজায় রাখে । অতএব সেলে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে পরিণত হয়। কিন্তু প্রায়ই সেলের কাৰ্য্যকালে রাসায়নিক প্রক্রিগা হেতু হানিকর দ্রব্য উৎপন্ন হইয়া থাকে, ইহা 'পোলারিজেসন' ( Polarisation ) করে, অর্থাৎ সেলের কার্ধ্যাবলী হ্রাস বা বন্ধ করিয়া দিবার প্রয়াস পায়, স্বতরা ইহাকে নষ্ট করা প্রয়োজন, ভজন্য "ডিপোলাবাইজার’ ( Depolarlgor ) নামক অন্ত পদার্থের ব্যবহারেল প্রয়োজন হয় । আবাব কোন কোন স্থলে "স্থানীয়’ ক্রিয়া ( Local-action ) নামক একটি হানিকর ক্রিয়া ঘটে, তাহাও বন্ধ করিবার জন্য কোন পদার্থের ব্যবহার প্রয়োজন হয় । বলা বাহুল্য সেল গঠনে বস্তু সকলকে ধারণ করিবার জন্ত উপযুক্ত পত্রাদি এবং পোলদ্বয়ের .সহিত তার সংযোগের নিমিত্ত উপযুক্ত বন্ধন-স্কু প্রয়োজন ।