পাতা:বিবিধ প্রবন্ধ.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

cਝ ਵਿਸ਼l || 8ዓ রচনা-কৌশল অতি চমৎকার। র্তাহার ‘চারুপাঠ’ নামক গ্ৰন্থ অনেক দিন হইতে বিদ্যালয়ে প্রচলিত হইয়া আসিতেছে। অক্ষয়বাবু বিজ্ঞান বড় ভাল বাসিতেন, বিজ্ঞান চর্চার বিশেষ পক্ষপাতী ছিলেন। ‘চারুপাঠে”, বিজ্ঞান-বিষয়ক অনেকগুলি প্ৰবন্ধ সন্নিবেশিত করিয়াছেন। সকল গুলিরই বিষয় উত্তমরূপে বাছা হইয়াছে ; সকলগুলিরই ভাষায় অক্ষয় দত্তের ছাপ লক্ষিত হয়। আমরা নিতান্ত বাধ্য হইয়াই উহাদিগের দোষ c{ABCD চারুপাঠ প্ৰথম ভাগের বিজ্ঞান-বিষয়ক প্ৰথম প্ৰস্তাব,--- fআগ্নেয়-গিরি” । উহার প্রথম ছত্র এই-- “কোন কোন পািকবতের শিখরদেশে অতি গভীর গহবর থাকে, তদার মধ্যে মধ্যে ধূম, ভস্ম, অগ্নিশিখা, প্রস্তর, কর্দম উষ্ণ জল ও ধাতুনি শ্ৰাব প্রবলবেগে নিৰ্গত হয়। সেই সকল পৰ্ব্বতের নাম ‘আগ্নেয়-গিরি। “আগ্নেয়-গিরি’র ইংরাজি প্ৰতিশব্দ ‘বলকোনো” । প্রথমতঃ বলকেনো’ কখন কখন আদৌ গিরির আকার ধারণ না করিতে পারে | করিলেও, কেবল শিখরদেশেই যে বলকোনোর’ মুখ বিদ্যমান থাকে তাহা নহে। প্রকৃতপক্ষে, “বলকোনো” গিরির আকার ধারণ করিলে, ঐ গিরির চতুষ্পাশ্বের্ণ ছোট বড় অনেক গহবরের মুখ লক্ষিত হর। ভূপৃষ্ঠের নিম্নদেশ (অর্থাৎ ভূগর্ভ) হইতে আগত উৰ্দ্ধগামী অতুত্তপ্ত ধাতব নিস্রাবেয় ধারা যেখানেই ফাটা ফুটা পাইবে, অথবা স্বতেজে ফাটাফুটা করিয়া লইতে * চারুপাঠ, প্ৰথমভাগ, দ্বি চত্বারিংশাবার মুদ্রিত, কলিকাতা, ९४४।। १ १र्थी।