পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৬ বিবিধ প্রবন্ধ । DDD BBBBD SDD BBSBDDD BBS SBB BBBB SBBS তব্যতা” প্রভৃতি সমুদায় বর্ণন করিবার অভিপ্রায়ে ডিনি মৃচ্ছকটিক রচনা করিয়াছেন। সমাজ বর্ণনে প্রবৃত্ত্ব গ্রন্থকর্তৃগণ প্রায়ই স্ব স্ব নাম গোপন করিয়া থাকেন। অতএব কোন নাটক রচয়িত সমাজের বৃহ ভমভাগ যে শূদ্র জাতি তন্নামানুসারে স্বয়ং শূদ্রক নাম পরিগ্রহপূর্বক আপনাকেই ক্ষত্রিয় গুণ এবং ব্রাহ্মণ গুণ সমন্বিত এবং সমুদায় সমাজের প্রতিরূপ স্বরূপ দেশ সাধারণের রাজা বলিয়া বর্ণন পূর্বক নিজ পরিচয় প্রদান করিয়া গিয়াছেন, এরূপ মনে করিলেও করা যাইতে * পারে। গ্রন্থকার যে নিজ মৃত্যুবিবরণও সম্মুখে খু্যাপন করিতে পারিয়াছেন তাহার তাৎপৰ্য্যও উল্লিখিত কল্পনার অবলম্বনে কিছু বিশদ হইতে পারে। শাস্ত্রে বলে মনুষ্যের পূর্ণ আয়ুষ্কাল শত বর্ষ ; অতএব মনে করা যাইতে পারে যে, এক একটি সমাজ-প্রতিরূপের বয়স এক শতবৎসর। স্থার মৃত্যুর পর দশ দিন যে অশৌচকাল সে পৰ্য্যন্ত মৃতব্যক্তির লোকান্তর গতি নাই—এক প্রকার ইহলোকেই স্থিতি ; এই জন্য এক একটা সমাজ প্রতিরূপের অবস্থিতিকাল শত বর্ষ দশ দিন। সেই এক শত দশ দিনের পর দ্বিতীয় সমাজপ্রতিরূপ পূৰ্ব্বগত সমাজ প্রতিরূপের পুত্র স্বরূপে প্লাছভূত হয়। এই জন্ত মৃচ্ছকটিক রচয়িতা— রাজানং বীক্ষ্য পুত্ৰং *লন্ধাচায়ুঃ শতাব্দং দশ দিন সছিতং শূদ্রকোগ্নিং প্রবিষ্টঃ ॥ ( & ) মৃচ্ছকটিক রচয়িত নাব্দীর দুইটা শ্লোকে অভিনেয় বস্তুর সমস্ত বীজ নহিত করিয়া এবং প্রস্তাবনার প্রারম্ভে আপনি যে সমাজের পতিত্ব স্বরূপ হইয়াই তাহার একটা আদর্শ গ্রন্থ প্রস্তুত করিতে উদ্যত হইস্থাছেন, যেন এইরূপ আভাস প্রদান করিয়া শ্রোতৃবর্গের এবং দ্রষ্টবর্গের