পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ প্রবন্ধ । রত্নাবলী । ঐহর্ষ প্রণীত । (>) রত্নাবলী নাটক সংস্কৃতের একটা সুপ্রসিদ্ধ সুন্দর বস্তু। সংস্কৃত আলঙ্কা । রিকেরা দোষ প্রকরণ ভিন্ন অলঙ্কার শাস্ত্রের প্রায় অপর সকল প্রকরণেই রত্নাবলী হইতে উদাহরণ সংগ্ৰহ করিয়াছেন। ইহাতেই বোধ হইবে যে, আলঙ্কারিকদিগের নির্দেশিত দোষ ভাগ ইহাতে অতি বিরল, এবং তাহাদিগের বিবি-সম্মত উৎকর্ষ বহুলপরিমাণে ইহাতে বিদ্যমান আছে। এবন্দ্রকার গ্রন্থ রচনায় রচয়িতার পাণ্ডিত্য, বিবেকশক্তি, সহৃদয়ত এবং সত্রুচির যে সম্যক পরিচয় হয় তাহ বলা বাহুল্য। তাহার বিবেকশক্তির একটা বিশেষ পরিচয় এই যে, সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে ইঙ্গিতমাত্র না পাইয়াও এবং সংস্কৃতে অন্তন্তি মহাকবিগণ নাটক রচনা সম্বন্ধে ভিন্ন পথ অবলম্বন করিয়াছেন, দেখিয়াও রত্নাবলীকার তদীয় নাট্রোল্লিখিত ব্যাপার সমস্তের সংঘটনকাল এবং সংঘটন স্থান একোদ্যমে এক রঙ্গভূমিতেই প্রদর্শনের উপযোগী হয়, এরূপ করিয়া ব্যবস্থিত করিয়াছেন। রত্নাবলী নাটিকার চারি অঙ্কে বর্ণিত অভিনেয় সমস্ত কাৰ্য্যপরম্পর এক দিবসের সন্ধ্যার প্রাঙ্কাল হইতে পর দিবসের রাত্রিশেষের মধ্যে সম্পন্ন এরূপ মনে করা যাইতে পারে, এবং সেই ঘটনাবলীর স্থান উক্ত নাটিকার নায়ক রাজা উদয়নের বাট এবং র্তাহার প্রমোদোদ্যান মাত্র। অভিনেয় বস্তুয় সহিত অভিনয়ের এরূপ সন্নিহিত সঙ্গতি রক্ষা আর কোন সংস্কৃত নাটকের রচনায় সৃষ্ট হয় না। শকুন্তলার অভিনয়-দর্শককে এক স্থানে বসিয়া প্রন্থরৈক রাত্রির মধ্যে, কখন ছদ্মস্তের