পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/৩০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপলখও ન્જિ তার পর তার ভাল কিছু মনে পড়ে না। গ্রামের লোকে মিলে তাকে কত কিছু প্রশ্ন করতে লাগল। সে কোথায় ছিল, নিমি কতক্ষণ ঘরে ছিল, নানা প্রশ্ন। নিমি রেলে গলা দিয়ে মরেনি, তাকে নাকি খুন করে টেনে এনে রেলে শুইয়ে রাখা হয়েছে। তার চিহ্ন,পাওয়া গিয়েছে। ইচু বুঝতে পারলে তার ওপর অনেক সন্দেহ এসে পড়েছে। পাশের গায়ে দফাদারদের সংবাদ দিতে লোক যাবে এখুনি, তার আগে ইচুকে একবার জিজ্ঞেস করা দরকার, সে কোথায় ছিল তা জানা দরকার, সেইজন্যই গ্রামের লোক তার বাড়ীতে গিয়ে ডাকাডাকি করছিল। ইচু মাথায় হাত দিয়ে বসে পড়ে বললে—মুই কিছু বলতি পারি নে চাচ, আল্লা জানে । মুই মড়ার মত ঘুমুতি নেগেলাম। —বউরি কিছু বলেলে ? ঝগড়া হয়েল ? —কিছু না চাচা । —বউ ঘরে শুয়েল ? ইচুর মনে একটা ভয়ানক সন্দেহ উকি মারলে। এ প্রশ্ন করে কেন লোকে ? বছিয়দি শেখ এগিয়ে এসে ওকে উঠিয়ে বললে—মোর কথা সবাই শোন। ইচু সে রকম লোক নয় । চল এখুনি বনগায়ে ওকে নিয়ে মোক্তার বাবুদের কাছে। বিহিত কথা তারা বলবে, তাদের পরামর্শটা লেওয়া দরকার। এখানে থাকলি এখুনি দফাদার এসে ওকে বাধবে । তার আগে চল মোরা ছ সাত জন ওরে নিয়ে বনগায়ে যাই । পরামর্শ লিয়ে ফেলি । পুলিশ গ্রেপ্তার করবার আগেই। কে কে যাবা ? দেখা গেল প্রায় সকলেই যেতে চায় । ইচু ভগ্নস্বরে বলে—কিন্তু উকিল মোক্তার বাবুদের ট্যাক মুই কন থে দেব ? মোর হাতে একটা ট্যাক আছে কালকার জনের দরুন । তাতে হবে ? হাফেজ বললে—ট্যাকার জন্তি তোমার ভাবনা হচ্ছে কেন । তোমার জান যদি বঁাচে কত ট্যাক হবে। সে ভাবনা মোদের । তুমি চল দিনি । কি বল বছিরদি ? বছিরদি বললে—ত নিচ্চয়। টাকার জন্তি তুমি ভেবো না । সে মোরা দ্যাখব। হাফেজ বললে—রেল লাইন ধরে চল যাওয়া যাক । সোজা রাস্ত দিয়ে গেলি পুলিশি ধরবে। ৰেলা সাড়ে সাতটার মধ্যেই ওরা বনগ্রামের বড় মোক্তার রামলাল চাটুজ্যে মশায়ের রাসায় পৌছে গেল। রামলালবাবু বেশিক্ষণ ওঠেননি, সেরেস্তায় বসেই চা খাচ্ছেন এবং মুহুরী লাল চক্রবর্তীকে বিলম্ব করে আসার জন্যে তিরস্কার করছেন—কাল চলে গেলে কাছারি থেকে বাড়ী, জামিননামা দুটো সই করাতে হবে, তোমার সে খেয়াল থাকে না। এখন এলে আটটার সময়— এমন করলে কি করে আমি কাজ চালাই ? ওদের দরখাস্তের নকল নেওয়া হয়েছে? - —আজে, নকলের জন্যে দরখাস্তু করা হয়েছে। কাল বিনয়বাবুসকাল সকাল চলে গিয়েছিল, দেখা পাইনি। —সকালে কাছারিতে গিয়ে আজ নকল দুখানা বার করে ফেল আগে—নইলে জেরাই হবে না। কে ? কোথেকে আসা হচ্ছে ? ' হাফেজ মণ্ডল এগিয়ে এসে নীচু হয়ে ডান হাত তুলে কপালে ঠেকিয়ে বললে—সালাম, বাবু।