ॐtथ अण முக்
ब्रॉtख नॉब्रां वछ अछ कब्रट्ज ।
দেওয়ালের কাছে একটা শাড়ী পেতে আমাকে বললে—তুমি এখানে শোবে।
—তুমি ?
—এইখানে দেওয়ালের ধারে।
—মধ্যে প্রশান্ত মহাসাগরের ব্যবধান । রাত্রে যদি তোমার ভয় করে ?
—তোমার কথা আমি বুঝতে পারি নে বাপু, ভয় করবে কেন ? কত জায়গাতে ঘুরবে। আমি । কত জায়গায় ঘুরেচি মুঞ্জরো করতে ।
—বড় সাহসিকা তুমি।
—নিশ্চয়ই সাহসিকা।
পান্না হেসে উঠলো এবার।
—থাক বাপু, যাতে যার স্ববিধে হবে সে তাই করুক।
আমি কিন্তু ঘুমূতে পারলুম না সারা রাত। পান্না আমার এত কাছে থাকবে, একই ঘরে, এ আমার কাছে এতই নতুন ষে নতুনত্বের উত্তেজনায় চোখে ঘুম এলো না আমার।
দু’জনেই গল্প আরম্ভ করে দিলাম।
—কি রকম মুজরো করে তোমরা ?
—যেমন সবাই করে । তোমার যেমন কথাবার্তা !
—বাড়ীর জন্তে মন কেমন করচে ?
—কেন করবে ?
—বাড়ী ছেড়ে থেকে অব্যেস হয়ে গিয়েচে কি না ।
—আমি আর নীলি কত দেশ ঘুরেচি। ৮
—কোন কোন দেশ ? *. *
—কেটনগর, দামুড়, হুকো, চাকদা, জঙ্গিপুর আরও কত জায়গা !
—নীলির জন্তে মন-কেমন করচে ?
—কিছু না । O
—আমার কাছে থাকবে ?
—কেন থাকবে না ? তবে এলাম কেন ?
আমি এখনো ঠিক বুঝতে পারচি না, পান্না কি সব দিক দেখে-শুনে আমার কাছে এসেছে? আমার বয়েস কত বেশি ওর তুলনায় । আমার সঙ্গে সত্যি ওর ভালবাসা হোতে পারে ?
কি জানি, এই রহস্তটাই আমার কাছে সব চেয়ে বেশি রহস্ত ।
নানা কথাবার্তায় এই কথাটা আমি পায়ার কাছ থেকে জানতে চাই। ওর মনোভাব কি, थ कथl eरे कि जांबांब्र वजरङ नांदग्न ? * *
সকাল হবার জাগে পায় জামায় বললে—একটু খুমুই ?
ftcs F oه ,pاسد “
পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/১০৯
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
