अ्रष चण કરૂણું
—মোটে ? 寮°
—জুতো জোড়া স্থাখে না, কি জিনিস। আমার জানা শুনো লোক তাই দিয়েছে।
উলটাে ধরনের কথা বললাম। এরকম কথা বলা উচিত তখন, যখন ব্যয়-বাহুল্য নিয়ে কত্রী অঙ্গুযোগ করেচেন। পান্না বলে—পছন্দ হয়েচে ? পরে তো একবার।
—এখন থাক । *
—আমি দেখি, পায় দাও না ? পাম্প শু একজোড়া কিনলে না কেন ?
—ও আমি পছন্দ করি না ।
—তোমায় মানাতো ভালো ।
–এর পরে কিনে দিও— এখন থাক—
—তোমায় সিস্কের জামা কিনে দেব একটা ।
—বা চমৎকার। কবে দেবে ?
আমার যে খুব আগ্রহ হচ্ছে, এটা দেখানোই ঠিক। নয় তো ও মনে কষ্ট পাবে।
পান্না হেসে বললে—বডড লোভ হচ্ছে, নয় ? আমি জানি, জানি—
-कि छांtनां ?
—তোমরা কি চাও, আমি সব জানি—
—নিশ্চয়। দিও কিনে ঠিক কিন্তু—
বাড়ীতে তোরঙ্গ বোঝাই আমার কাপড় চোপড়ের কথা মনে পড়লো। মুরবালাঁর যা কাপড় চোপড় আছে, পাল্লার তার সিকিও নেই। আমার পয়সা নেই আজি, নাহলে পান্নাকে মনের মতন সাজাতাম। ও বেচারির কিছুই নেই। আসরে মুজরো করবার কাপড় খানতিনেক আছে। আর আছে কতকগুলো গিণ্টি সোনার গহনা। ওর মায়ের দেওয়া এক খান বেনারসী শাড়ী আছে ওর বাক্সে, কিন্তু সেখানা কখনো পরতে দেখিনি ।
মাস তিন চার কেটে গেল । একদিন বাজার করে বাসময় ফিরে দেখি গুরুতর কাও। দু তিনটি পুলিশের লোক বাড়ীতে। পান্না দেখি ঘরের এক কোণে কাঠ হয়ে দাড়িয়ে আছে।
ব্যাপার কি ? পুলিসের লোকরাই বললে। আমায় এখুনি থানায় যেতে হবে। পান্না নাবালিকা, আমি ওকে ওর মায়ের কাছ থেকে নিয়ে পালিয়ে এসেছি ।
পামার মা থানায় জানিয়েছিল। এতদিন ধরে পুলিশে খুঁজে নাকি বের করেছে। এ আবার কি হাঙ্গামায় পড়া গেল । পান্না বললে, সে নিজের ইচ্ছায় চলে এসেছে। কোনো কথা টিকলো না। পুলিশে বললে, যদি পায়া সহজে তাদের সঙ্গে ওর মায়ের কাছে ফিরে যেতে রাজি হয়, তবে আমাকে ওরা রেহাই দেবে। ওরা আমাকেই কথাটা বলতে বললে পান্নাকে । g
- ांब्रां कांठं श्ब्र मैंiग्निरब्रहे जांtछ् । - 闵