পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sම්ෂ বিভূতি-রচনাবলী দুঃস্বপ্নের জের মেটে নি। বিন কারণে এমন নিষ্ঠুর ধ্বংসলীলার তাণ্ডব যে চলতে পারে তা এর আগে, ভারতবর্ষে থাকতে বিমল কখনো ভেবেছিল ? * * কনশেসনে সেই সবজান্ত আমেরিকান পুলিশট বলছিল—দেখবেন ওরা ইনসেনডিয়ারি বোমা ফেলে সব চেয়ে বেশী ক্ষতি করবে। এখানে অনেক বাড়ীই কাঠের । তাতে আবার বোমার আগুন জলে নেবে না। বালি ছড়াতে হয় একরকম কল দিয়ে। প্রথম অবস্থায় বোমাটাকে বালি বোঝাই থলে দিয়ে চেপে ধরলেও অার স্পার্ক ছোটে না—কিন্তু সে সল করে কে ? চীনা পুলিশের ডেপুটি মার্শাল বল্লেন–কিন্তু সব চেয়ে বেশী ক্ষতি হচ্ছে দেখা যাচ্ছে হাই এক্সপ্লোসিভ বোমায়। কাল সন্ধ্যা ও রাতের বোমা ফেলার দরুণ চাপেই পাড়া ও সাংহাইয়ের চ্যাং সে লীন এভিনিউতে সাত আটশো বাড়ীর চিহ্ন নেই—মানুষ মারা পড়েছে তিনশোর ওপর, মেয়ে পুরুষ মিলিয়ে। জখম হয়ে হাসপাতালে গিয়েছে প্রায় পাচশো । তাদের মধ্যে অৰ্দ্ধেকের বঁাচবার আশা নেই। প্রোফেসর লি বল্লেন – আমাদের সব চেয়ে ভীষণ শত্রু যে এই বোমারু প্লেনগুলো, তা ক’দিনের ব্যাপারে আমরা বুঝতে পারছি। তবুও তো এখনো ওরা সমবেত ভাবে আক্রমণ করে নি—করলেও একশোখানা প্লেনের প্রত্যেক প্লেনখানা থেকে দু টন বোমা ফেললে পাচ হাজার লোক কালই মেরে ফেলতো। সবজান্ত পুলিশম্যানটি বল্লে—জাপানী বম্বারগুলো এক একখানা দু টন বোমা বইতে পারে না মশায়—সে পারে জার্মান ডনিয়ের কিংবা ইটালির কাপ্রোণি—কিংবা— ডেপুটি মার্শাল বল্লেন—আহা হা, ও সব এখন থাকৃ—ও তর্কে কি লাভ আছে ? এখন আমাদের দেখতে হবে যে দুটি মাকিন মহিলাকে কাল রাত্রে গুণ্ডারা নিয়ে গিয়েছে, তাদের উদ্ধারের কি উপায় করা যায়, বোমা এখন এবেলা অন্ততঃ আর পড়বে না – এমন সময়ে একজন চীন পুলিশ সার্জেণ্ট, মোটর সাইকেলে ছুটে এসে সংবাদ দিলে, কনশেসন অঞ্চলে চীনা পলাতক নরনারীদের সঙ্গে কন্‌শেসন পুলিশের ভয়ানক দাঙ্গ আরম্ভ হয়েছে। ওরা ইয়াংসিকিয়াং-এর ব্রিজ পার হয়ে যাচ্ছিল, কন্‌শেসন পুলিশ ব্রিজের ওমুখে মেশিনগান বসিয়েছে—তারা বলছে এত পলাতক লোক জায়গা দেবার স্থান নেই কন্‌শেসনে। খাবার নেই, জল নেই। গেলে সেখানে দুভিক্ষ হবে। প্রোফেসর লি বল্পেন—কত লোক পালাচ্ছিল ? —তা বোধ হয় দশ হাজারের কম নয়। অৰ্দ্ধেক সাংহাই ভেঙ্গে মেয়ে-পুরুষ সব পালাচ্ছে কন্‌শেসনের দিকে। আপনার সব চলুন, একটু বোঝান ওদের। রাত্রির ব্যাপারে সব ভয় খেয়েছে বডড । কন্‌শেসনের পুলিশদলকে চলে যেতে উদ্যত দেখে বিমল বল্লে –আজই মেয়ে দুটির ব্যবস্থা আপনাদের করতে হবে—দেরি হোলে ওদের খুজে বার করা শক্ত হবে হয় তো । চীনা পুলিশের ডেপুটি মার্শাল বল্পেন—সে বিষয়ে ওঁরা কিছু সাহায্য করতে পারবেন না।