পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

•ჭლშ% «მimნidth ভাবে সে খানিকক্ষণ খেলা করিল, তবুও আমলার দেখা নাই। পরদিন সকালে অমলা আসিল । অপু কোনো কথা বলিল না। অমলা যেখানে বসে, সে তাহায় দিলীমানায় যেবে না, অথচ মাঝে মাকে আড়াচোখে চাহিয়া দেখে, সে যে য়াগ করিয়া এরূপ করিতেছে, অমলা তাহা বুঝিয়াছে কিনা। অমলা সত্যই প্রথমটা বুঝিতে পারে নাই, পরে যখন সে বুঝিল যে, কিছু একটা হুইয়াছে নিশ্চয়, তখন সে কাছে গিয়া জিজ্ঞাসা কৰিল--কি খোকা, কথা বলচো না কেন ?--কি হয়েছে ? LBr iBiLiLBDB BBDu uDS DB BDBDuB Guuu DuBDBD DDDYDB BDBDDuB DDD S LL কি আর হয়েচে ? কাল আসিনি কেন ? অমলা অবাক হইয়া বলিল-আসিনি, তাই কি -সেইজন্যে রাগ করেচ ? অপু ঘাড় নাড়াইয়া জানাইল, ঠিক তাই। অমলা খিলখিল করিয়া হাসিয়া অপুকে হাত ধরিয়া লইয়া চলিল বাড়ীর ভিতর। সেখানে বধু সব শুনিয়া প্রথমটা হাসিয়া খুন হইল, পরে মুখে হাসি টিপিয়া বলিল,-ত হোলে অমলা, তোমার আর এখন বাড়ী যাওয়ার যো নেই তো দেখাচি --কি আর করবে, খোকা যখন তোমাকে ছাড়তে পারে না, তখন এখানেই থেকে যাও।--আর یہ ؟d বধুর কথার ভঙ্গিতে অমলা কি জানি কি একটা ঠাওরাইয়া লজ্জিত প্ৰতিবাদের সুরে বলিল -আচ্ছা যাও বৌদি-ও-রকম কৱলে কিন্তু কক্ষনে আর তোমাদের বাড়ী খানিকক্ষণ পরে অপু অমলার সঙ্গে তাহাদের বাড়ী গেল। অমলা তাহাজের আলমারি খুলিয়া কঁচের। বড মেম-পুতুল, মোমের পাখী, গাছ, আরও কত কি দেখাইল। কালীগঞ্জের স্নানযাত্রার মেলা হইতে সে-সব নাকি কেনা, অপু জিজ্ঞাসা করিয়া জানিল ৷ নতুন নতুন খেলার জিনিস-একটা রবারের র্যাদর, সেটা তুমি যেদিকে যাও, তোমার দিকে চাহিয়া চোখ পিটুপিট্‌ করিবে-একটা কিসের পুতুল, সেটার পেট টিপিলে দুহাতে মৃগীরোগীর মত হঠাৎ হাত পা ছুড়িয়া খঙ্কনী বাজাইতে থাকে-সকলের চেয়ে আশ্চৰ্য্যের জিনিশা হইতেছে একটা টিনের ঘোড়া ; রাণুদির কাকা তাহদের বাড়ীর দালানের ঘডিতে rযমন দম দেয়, ঐরকম দম দিয়া ছাড়িয়া দিলে সেটা খড় খড় করিয়া মেঝের উপর চলিতে থাকে-অনেক দূৱ যায়-ঠিক যেন একেবারে সত্যিকারের ঘোড়া । সেইটা দেখিয়া অপু অবাক হইয়া গেল। হাতে তুলিয়া বিষয়ের সহিত উটাইয়া পাণ্টাইয়া দেখিয়া আমলার দিকে চাহিয়া বলিল-এ কি রকম ঘোড়া, বেশ তো ! va cēt g c, strs তাহার পর অমলা তাহাকে একটা সিঁদুরের কৌটা খুলিয়া দেখাইল-সেটার মধ্যে রাঙা ক্সং-এর একখানা ছোট ব্লাংতার মত কি। অপু লিল-ওটা কি ? রাধিতা ? অমলা হাসিয়া বলিল-য়াংতা হবে কেন ?--সোনার পাত দেখনি অপু ? অপু সোনার পাত দেখে নাই। সোনার স্নং কি অতি স্নাঙ ? সোনার পাতখানা নাডিয়া চড়িয়া ভাল করিয়া দেখিতে লাগিল! অমলায় সহিত বাড়ী ফিরিতে ফিরিতে সে ভাবিল-আহা, দিদিটার ও সব খেলনা কিছুই নেই-ময়ে কেবল শুকনে' নাটাফল আর রূড়ায় বিচি কুড়িয়ে, আর শুধু পয়ের পুতুল চুরি