পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভূতি-রচনাবলী উৎসাহী শ্রোতাদের মধ্যে বসিয়া আন্তর্জাতিক রাজনীতির গুহ তত্ত্ব ব্যাখ্যা করিতেছেন, ধদুবাবুকে দেখিয়া বলিলেন, কে ? মাস্টার মশায় ? কী ব্যাপার শুনলেন । খিদিরপুরে পাঁচশো জাপানী গুপ্তচর ধরা পড়েচে জানেন তো ? —লে কী ! কই, তা তো কিছু শুনি নি। না বোধ হয়— চক্রবর্তী মশায় বিরক্তির স্বরে বলিলেন, না কী ক’রে জানলেন আপনি ? সব পিঠমোড় করে বেঁধে চালান দিয়েছে লালবাজারে। যারা দেখে এল, তারা বললে ! —কে দেখে এল ? –এই তো এখানে বসে বলছিল—ওই ওপাড়ার-কে যেন—কে হে স্বরেশ বলে গেল ? - শেষ পর্য্যস্ত শোনা গেল, কথাটা কে বলিয়াছে, তাহার খবর কেহই দিতে পারে না। ধন্থবাৰু বাসায় আসিয়া স্ত্রীকে বলিলেন, শুনেছ, আজ জাপানের সঙ্গে ব্রিটিশ গভর্ণমেণ্টের যুদ্ধ বেধেচে ? - —সে কোথায় গো ? —ৰুঝিয়ে বলি তবে শোন—ম্যাপ বোঝ? দাড়াও, একে দেখাচ্ছি। —ওগো, আগে একটা কথা বলি শোন। অবনী ঠাকুরপে এসেচে আজ । যদুবাবুর উৎসাহ ও উত্তেজনা এক মূহুর্তে নিবিয়া গেল। বলিলেন, য়n | অবনী ? কোথায় সে ? —জামায় বললে, চা করে দাও বউদি। চা করে দিলাম, তারপর তোমার আসবার দেরি আছে শুনে সদ্ধ্যের সময় কোথায় বেঙ্কল । —ত তো বুঝলাম ! শোবে কোথায় ও বড্ড জালালে দেখচি। এইটুকু তো ঘরওই বা থাকে কোথায়, তুমি আমিই বা যাই কোথায় ? রাধছ কী ? —কী রাধব, তুমি আজ বাজার করবে বললে এ বেলা। বাজার তো জানলে না, আমি ভাত নামিয়ে বসে আছি। দুটো আলু ছিল, ভাতে দিয়েছি, আর কিছু নেই। —নেই তো আমি কী জানি ঞ্জ আমি কি কাউকে আসতে বলেচি এখানে ! —তা বললে কি হয় । আসতে বলে নি, তুমিও না, আমিও না—কিন্তু উপায় কী ? নিয়ে এস কিছু। যদুবাৰু নিতান্ত অপ্রসন্নমুখে বাজার করিতে চলিলেন। তাহার মনে আর বিষ্ণুমাত্র উত্তেজনা ছিল না—এ কী দুৰ্দ্ধৈব" অবনী আবার কোথা হইতে আসিয়া জুটিল। রাত্রি নয়টার পরে অবনী একগাল হাসিয়া হাজির হইল : এই যে দাদা, একটু পায়ের ধুলো—ভাল আছেন বেশ । —জ্য, ভাল। তোমরা সব ভাল ? বউমা, ছেলেপিলে ? নম্ভ ভাল ? আমি শুনলাম তোমার বউদিদির মুখে যে তুমি এসেচ, শুনে আমি ভারী খুশী হলাম। বলি—বেশ, বেশ । কণ্ঠদিন দেখাটা হয় নি—আছ তো দু-একদিন ? -