পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२ বিভূতি-রচনাবলী চুনিকে লইয়া তাহার মা ও পিলীমা চলিয়া গেলে নারাণবাৰু রাগের মাথায় পায়াকে গোটা জুই চড় কষাইলেন, সে চুপ করিয়া রহিল। বাড়ীর মধ্যে খুব একটা গোলমাল হইল কিছুক্ষণ ধরিয়া, তাহার পর ব্যাণ্ডেজ-বাধা মাথায় চুনি এক পেয়াল চা হাতে বাহিরের ঘরে জালিয়া হাজির হইল। সব মিটয়া গেল, দুই ভাইয়ের সম্মিলিত উচ্চ কণ্ঠস্বরে নৈশ-গগন शिौिfश्ऎ:ख् ज्ञां*िोज । চুনির মুখের দিকে চাহিয়া নারাণবাবুর বড় মায় হইল। অবোধ বালক ! কেন মারামারি করে তাও জানে না, নিজের ভালমন্দ নিজেরা বোঝে না। মিছামিছি, লক্ষ্যর সময় মার খাষ্টয়া মরিল ! - গ্রেহপূর্ণ কণ্ঠে বলিলেন, লেগেছে চুনি খুব ? চুনি বলিল, আধ ইঞ্চি ডিপ হয়ে কেটে গিয়েচে। —ব্যাণ্ডেজ বাধলে কে ? —পিণীমা । —উনি জালেম ? —চমৎকার জানেন । কেন, ভাল হয় মি ? নারাণবাবুর ইচ্ছা হইল, চুলিকে কোলে টানিয়া লইয়। আদর করেন, তাহাকে সাধনা দেন। কিন্তু লঙ্গায় পারিলেন না। চুনি ঘ্যান্ম্বেনে ধরনের ছেলে নয় ; মার খাইয়া নালিশ করিতে জানে না। এই রকম স্টোইক' ধরনের ছেলে নারাণবাৰু তার দীর্ঘ শিক্ষক-জীবনে যতগুলি দেখিয়াছেন, এক অঙ্গুলির পর্বগুলির মধ্যেই তাহাদের গণমার পরিসমাপ্তি ঘটে। চুনি সেই অতি অল্পসংখ্যক ছেলেদের একজন। চুনিকে এই জন্যই এত ভাল লাগে তার ! এই সময় চুনির বাধা বাহির হইতে আসিয়া ঘরে ঢুকিয়া বলিলেন, মাস্টার বে। ও কী, ওর মাথায় কী ? মায়াশবাৰু সব কথা' বঙ্গিলেন। চুনির বাবার হাত কপুরের মত উবিয়া গেল। তিমি বিরক্তির স্বরে বলিলেম, আপনি বসে থাকেন, আর প্রায়ই আপনার চোখের সামনে এ রকম কুরুক্ষেত্র কাও ঘটে, আপনি দেখেন না ? —আজে, দেখব না কেন ? সামান্ত কথাবার্তা থেকে মারামারি। আমি এসে পড়ে शंग्निtग्न ग्निहे, डाक्- - —আপনি একটু ভাল করে দেখাশুনে করবেন বলেই তো রাখা। নইলে গ্র্যাঙ্গুয়েট মাস্টার দশ টাকাতেও পাওয়া যায়। বেলা পড়াবে। গোজে, আমি দেখি। দেখি না, তা ভাৰবেন না। —া সব সময় দেখতে পারি মে, নামা কাজে খুরি। কিন্তু আপনার দ্বারা দেখচি– वां★मांद्र वब्रन हरब्ररन्न ।