পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন্ধুবাবুর ক্লাস সিড়ির পাশেই । তিনি বলিলেন, কী রে, কী ওখানে ? চাকর একগাল হাসিয়া বলিল, কাল ছুটি আছে, সারকুলার বেরিয়েছে। —সত্যি নাকি ? দেখি, নিয়ে আয় এদিকে । চোখকে বিশ্বাস করা শক্ত। কিন্তু সত্যিই বাহির হইয়াছে : The School will remain closed tomorrow the 9th inst. for the great Hindu festival, Ghanta Karan Puja." কিছুক্ষণ পরে ছুটির ঘণ্টা বাজিবার সঙ্গে সঙ্গে ছেলের দল মহাকলরব করিয়া বাহির হইয়া গেল । যদুবাবুকে ডাকিয় হেডমাস্টার বলিলেন, আপনি আর ক্ষেত্রবাবু ফোর্থ ক্লাসের ছেলেদের মিউজিয়াম আর জুতে বেড়াতে নিয়ে যেতে পারবেন ? —খুব স্তার। - —দেখবেন, যেন ট্রাম থেকে পড়ে না যায়—একটু সাবধানে নিয়ে যাবেন। আর এই টাকা, আনুষঙ্গিক খরচ আর ছেলেদের টিফিন। ছেলেদের বেশ করে বুঝিয়ে দেবেন। সব দেখাবেন। যদুবাৰু স্কুলের সামনের বারান্দাতে গিয়া দাড়াইলেন। ছেলেরা দুই সারিতে দাড়াইল হেডমাস্টারের বেতের ভয়ে। ড্রিল মাস্টারের আদেশ অনুযায়ী তাহারা মার্চ করিয়া চলিল। কিন্তু খুব বেশীক্ষণের জন্য নয়, রাস্তার মোড়ে আসিয়া তাহারা আবার দাড়াইয়া গেল। যদুবাৰু অনেক পিছনে ছিলেন, ছেলেদের সঙ্গে সমান তালে আসিবার বয়স তাহার নাই। ক্ষেত্রবাৰু আর একটু আগাইয়া ছিলেন, তিনি দৌড়িয়া গিয়া বলিলেন, দাড়ালি কেন রে ? —আমরা ট্রামে যাব স্তাৱ । —ট্রামের পয়সা কাছে আছে সব ? দুই-একজন বড় ছেলে সাহস সঞ্চয় করিয়া বলিল, স্কুল থেকে পয়সা দেয় নি স্তার } —কুই, না। আমার কাছে তো দেয় নি। যুঁছবাবুর কাছে আছে কিনা জানি না, দাড়াও, দেখি । ইতিমধ্যে যদুবাৰু আসিয়া ইহাদের কাছে পৌছিলেন : কী ব্যাপার । দাড়িয়েচে কেন ? —আপনার কাছে ট্রামের ভাড়া দিয়েছেন হেডমাস্টার । —ধ্য। কিন্তু সে চৌরঙ্গীরুমোড় থেকে—এখানে চড়লে পয়সায় কুলুবে না। আপনি ওদের নিয়ে যান, আমি আর হাটতে পারছি নে। ট্রামে যাই। —তবে আমিও ট্রামে যাই। ওরা হেঁটে যাক । সেই ব্যবস্থাই হইল। যদুবাৰু ও ক্ষেত্রবাবু ট্রামে চৌরঙ্গীর মোড়ে আসিয়া ছেলেদের জন্য অপেক্ষা করিলেন। ক্ষেত্রবাবু বলিলেন, খামি কিন্তু কালীঘাট যাচ্ছি আমার বন্ধুর বাড়ী, আমি জুতে যাব না।