পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

br8 বিরাজ-বেী [ তৃতীয় অঙ্ক বিরাজ। কী বললে ? পাপ হয । তাহলে ঠাকুরপোর কথা তুমি বিশ্বাস করেছ বল ? নীলাম্বর । সত্যি কথা, বিশ্বাস করব না ? বিরাজ রাগে দুঃখে কাদিয়া ফেলিল । অশ্রুবিকৃত কণ্ঠে চেঁচাইয়া বলিল— বিরাঞ্জ । সত্যি নয় গো, সত্যি নয় । ভযঙ্কব মিছে কথা । কেন তুমি বিশ্বাস করলে ? নীলাম্বর । তুমি আজ নদীর ধারে তার সঙ্গে কথা বল নি ? বিরাজ । ( উদ্ধত ভাবে ) স্থা, বলেছি । নীলাম্বর । আমি ঐটুকুই বিশ্বাস করেছি । বিরাজ। যদি বিশ্বাসই করেছ, তবে ঐ ইতরটার মত শাসন করলে না কেন ? নীলাম্বর আবার হাসিল। সদ্য প্রস্ফুটিত ফুলের মত নিৰ্ম্মল হাসিতে তাহার সমস্ত মুখ ভরিয়া গেল। ডান হাত তুলিয়া বলিল— নীলাম্বর । তবে আয়, কাছে আয । ছেলে-বেলার মত আর একবার কান মলে দিই । বিরাজ স্বামীর পায়ের কাছে হাটু গাড়িয়া বসিয়া কাদিতে লাগিল । নীলাম্বর নীরবে তাহার মাথার উপর হাত রাখিল। একটু পরে বিরাজ চোথ মুছিয়া, কিন্তু মুথ না তুলিয়াই বলিল— বিরাজ। কী তাকে বলেছিলুম জান ? নীলাম্বর । জানি, তাকে আসতে বারণ করেছিলে । বিরাজ । ( মুখ তুলিয়া সবিস্ময়ে ) কে তোমাকে বললে ? নীলাম্বর । ( মুকু হাসিয়া ) কেউ বলে নি । কিন্তু একটা অচেনা