পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় দৃশ্ব ] বিরাজ-বে। قسيم سينا মুহূর্তের উত্তেজনায় নীলাম্বর হাত তুলিয় ছুটিয়া আসিল । পীতাম্বর ভয়ে কুকড়াইয়া গেল। কিন্তু নীলাম্বর আত্মসংবরণ করিল নীলাম্বর । তুই জানোযার, তাতে ছোট ভাই। বড় ভাই হয়ে আমি আর তোকে অভিসম্পাত করব না, আমি মাপ করলুম। কিন্তু আজ তুই যে কথা গুরুজনকে বললি, ভগবান তোকে মাপ করবেন না । যা । পীতাম্বর ভিতরে চলিয়া গেল নীলাম্বর ধীরে ধীরে ফিরিয়া আসিল । বিরাজ এতক্ষণ কাঠ হইয়া সব গুনিতেছিল, লজ্জায় ঘুণায় তাহার আপাদ মস্তক শিহরিয়া উঠিতেছিল । স্বামীকে ফিরিতে দেখিয়া সে ছুটিয়া রান্নাঘরের ভিতর পলাইয় গেল। নীলাম্বর দেখিয়াও দেখিল না । সে ভাঙ্গ। বেড়া বাধিয়া দিয়া উঠানে পায়চারি করিতে লাগিল । ওদিকে বেড়ার ওপাশে পীতাম্বরের আবির্ভাব হইল, তাহার কাধে কোট, বগলে ছাতি । নীলাম্বর সিড়িতে বসিল পীতাম্বর । যার জন্তে চুরি কর সেই বলে চোর। ধুত্তোর সংসার । ( পরে চীৎকার করিয়া ) আমার জন্তে রান্না-বান্না করতে হবে না, খবরদার, এই বলে দিলুম। সে বাহির হইয়া গেল ঘরের ভিতর হইতে বাহির হইয়া বিরাজ দাওয়ার উপর দাড়াইল । একটু বেন দ্বিধা করিল, তারপর উত্তেজিতভাবে নীলাম্বরের সামনে আসিয়া দাড়াইল । নীলাম্বর মুখ তুলিতেই সে বলিল— বিরাজ । কেন, কী করেছি ? কথা কইছ না যে বড় ? নীলাম্বৱ । ( মৃদ্ধ হাসিয়া ) পালিয়ে গেলে কথা কই কণর সঙ্গে ? বিরাজ । পালিয়ে গেছি ? তুমি ডাকতে পার নি ? নীলাম্বর । যে লোক পালিয়ে বেড়ায়, তাকে ডাকলে পাপ হয় ।