পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

उिँौव्र प्रश्न ] বিরাজ-বেী به با বিরাজ । ( হাত ধরিয়া তাহাকে তুলিয়া বসাইরা ধীর গম্ভীর স্বরে ) তথনকার কথা বলচিস ? না, আমি অভিসম্পতি দেব না বোন । আমার অনিষ্ট করবার সাধ্যও ওর নেই, কিন্তু তোর মতন সতীলক্ষ্মীর দেহে বিনাদোষে হাত তুঙ্গলে মা দুর্গ সহ করবেন না ষে । মোহিনী শিহরিয়া উঠিল, চোখ-মুছিয়া বলিল— মোহিনী । কী করব দিদি, ঐ ওঁর স্বভাব । যে দেবতা ওঁর দেহে অমন রাগ দিযেছেন তিনিই মাপ করবেন । তবুও এমন ঠাকুর দেবতা নেই যার কাছে এ জন্তে মানত করি নি। কিন্তু মহাপাপী আমি, আমার ডাকে কেউ কান দিলেন না । এমন একটা দিন যায় না দিদি যে অপমাকে— হঠাৎ সে থামিয়া গেল বিরাজ । ( তাহার কপালের দিকে দেখিয়া সভয়ে ) ও কী রে ছোট-বোঁ ? তোর কপালে ওটা কি মারের দাগ না কি রে ? ছোট বে। তাড়াতাড়ি কপালে হাত চাপা দিয়া মাথা নিচু করিল বিরাজ। কী দিযে মারলে ? মোহিনী । ( লজ্জিত মৃদ্ধ স্বরে ) রাগ হলে ওঁর জ্ঞান থাকে না দিদি ? বিরাজ। তা জানি, তবু কী দিয়ে মারলে ? মোহিনী । ( নত মুখে ) পাযে চটি জুতো ছিল— বিরাজ গুৰু হইয়া বসিয়া রহিল, তাহার দুই চোখ দিয়া জাগুন বাহির হইতে লাগিল। খানিক পরে চাপ বিকৃতকণ্ঠে বলিল— বিরাজ। কী করে সহ করে রইলি ছোট-বে ? কী করে রইলি ? মোহিনী । ( ঈষৎ মুখ ভুলিয়া ) আমার অভ্যেস হয়ে গেছে দিদি ।