পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԵՆ বিরাজ-বে। [ দ্বিতীয় অঙ্ক বিরাজ। আবার তাবই জন্তে তুই মাপ চাইতে এসেছিস ? মোহিনী । হ্যা দিদি, তুমি প্রসন্ন না হলে ওঁর যে অকল্যাণ হবে। অার সহ করার কথা বলছ দিদি, সে তোমাব কাছেই শেখ । আমার যা কিছু সবই তোমার পর্ণযে— বিরাজ । ( অধীর কণ্ঠে ) না ছোট-বেী, না । মিছে কথা বলিস নে। এ অপমান আমি সইতে পারি না, কিছুতেই পারি না। মোহিনী । ( মৃদু হাসিযা ) নিজের অপমান সইতে পারাটাই কি খুব বড় পাবা দিদি ? তোমার মত স্বামী-সৌভাগ্য সংসারে মেযেমামুষের অদৃষ্টে জোটে না । তবুও তুমি যা সযে আছে, সে সইতে গেলে আমরা গুড়ে হযে যাই । বিরাজ । ওরে না রে, আমি অলক্ষ্মী । তুই জানিস নে, সহ শক্তি যদি থাকতো তাহলে এমন করে কি ওঁকে জ্বালা দিতে পারতুম । মোহিনী । জানি আমি দিদি, সহাই করছ তুমি । অমন সদানন্দ স্বামীর মুখে হাসি নেই, মনে সুখ নেই, ঘবে অভাব, বাইরে দেন, তোমাকে রাতদিন চোখে দেখতে হচ্ছে, অমন স্বামীর অত কষ্ট সহ করতে তুমি ছাড়া আর কেউ পারত না দিদি । এই প্রশংসা বিরাজকে যেন চাবুক মারিতে লাগিল। সে প্রতিবাদ করিতে চাহিয়াও পারিল না, শুধু নীরবে মাথা নাড়িতে লাগিল । ছোটবে থপ, করিয়া তাহার পা দুইটা চাপিয়া ধরিয়া বলিল— মোহিনী । বল দিদি, ওঁকে ক্ষমা করলে ? বল । তোমার মুথ থেকে না শুনলে আমি কিছুতেই পা ছাড়ব না। তুমি প্রসন্ন না হলে ওঁকে কেউ রক্ষে করতে পারবে না দিদি । বিরাজ পা সন্ধাইয়। হাত দিয়া ছোট-বৌয়ের চিবুক স্পর্শ করিয়া চুম্বন করিয়া বলিল—