পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ মৃগু ] विग्नांख-८बो విసి বিরাজ। কী বললে ? আমার ছোয়া জল পৰ্য্যস্ত তুমি খাবে না ? নীলাম্বর । না, কোনমতেই খাব না । বিরাজ। কেন ? নীলাম্বর । ( চীৎকার করিয়া ) আবার জিজ্ঞেস কাছ কেন ? বিরাজ নিঃশৰো স্থিরদৃষ্টিতে স্বামীর মুপের প্রতি চাহিয়া থাকিয় ধীরে বলিল— বিরাজ । বুঝেচি, আর জিজ্ঞেস করব না । আমিও কোনমতেই বলব না । কেন না কাল যখন তোমার হাঁস হবে তখন নিজেই বুঝবে— নীলাম্বর । এখন বুঝব না ? বিরাজ। না, কাল বুঝবে, এখন তুমি তোমাতে নেই। নেশার ইঙ্গিতে নীলাম্বর ভয়ানক ক্রুদ্ধ হইল নীলাম্বর । কী বলতে চাস তুই ? গাজী খেয়েছি, এই বলছিস ত ? গাজা আজ আমি নতুন থাই নি যে জ্ঞান হারিয়েছি। বরং জ্ঞান হারিয়েছিস তুই । তুইই আর তোতে নেই। বিরাজ তেমনই মুখের পানে চাহিয়া রছিল কার চোখে ধূলো দিতে চাস বিরাজ ? আমার ? আমি অতি মুখ খু, তাই পীতাম্বরের কোন কথা বিশ্বাস করি নি। কিন্তু সে ছোট ভাই, যথার্থ ভায়ের কাজই করেছিল । দেখেছি তোর স্বাচলে টাকা বাধা, দেখেও দেখি নি, কিছু ভাবি নি। এখন বুঝতে পারছি সব। নইলে কেন তুই বলতে পাচ্ছিল না—কোথা ছিলি এত রাত্তিরে ? কেন জুই মিছে কথা বুলি—ঘাটে ছিলি ? বিরাজের দুই চোথ তখন ঠিক পাগলের মত থকৃথক্ করিতেছিল। তথাপি cन क9चत्र मश्षठ कब्लिग्न स्त्रवाद नििज