পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

% o e বিরাজ-বেী [ তৃতীয় অঙ্ক বিরাজ । মিছে কথা বলেছিলুম—একথা শুনলে তুমি লজ্জা পাবে, দুঃখু পাবে, হয় ত তোমার খাওয়া হবে না, তাই । কিন্তু সে ভয় মিছে, তোমার লজ্জাসরমও নেই, তুমি আর মামুষও নেই। মিছে কথা বলেছি, আমি ! তুমি মিছে কথা বল নি ? একটা পগুরও এত বড় ছল করতে লজ্জা হত, কিন্তু তোমার হল না । সাধুপুরুষ ! রোগ স্ত্রীকে ঘরে এক ফেলে রেখে কোন শিস্থ্যের বাড়িতে বসে তিনদিন ধরে গাজার ওপর গাজা থাচ্ছিলে, বল ? নীলাম্বর । বলছি । এই বলছি । বলিয়া হাতের কাছের পানের ডিবাট বিরাজের মাথা লক্ষ্য করিয়া সজোরে নিক্ষেপ করিল। ডিবা কপালে লাগিয়া ঝন ঝন করিয়া নিচে পড়িয গেল। দেপিতে দেখিতে বিরাজের চোখের কোণ বাহ্যি, ঠোটের প্রান্ত দিয রক্তে মুৰ্থ ভাসিয়া গেল । সে বঁ। হাতে কপাল টিপিয়া চেচাইয়া উঠিল— বিরাজ । আমাকে মারলে ? তুমি আমাকে মারলে ? নীলাম্বর । ( তাহার ঠোট মুখ কঁাপিতেছিল ) না, মারি নি । কিন্তু তুই দূর হ, দুর হ আমার স্বমুখ থেকে, ও-মুখ আর দেখাস নে, অলক্ষ্মী দুর হযে যা । বিরাজ । যাচ্ছি । ( দুই পা গিয়া ফিরিয়া দাড়াইযা ) কিন্তু সহ হবে ত ? যথন শুনবে চড়িালদের দযtয ঘরে কাজ করে রোজগার করেছি, কাল যখন মনে পড়বে জ্বরের ওপর আমাকে মেরেছ, তাড়িযে দিযেছ, আমি তিন দিন খাই নি, তবু এই অন্ধকারে এই বৃষ্টিতে তোমার জন্তে ভিক্ষে করে এনেছিলুম, চাড়ালদের ঘর থেকে, সইতে পারবে ত ? এই অলক্ষ্মীকে ছেড়ে থাকতে পারবে ত ? রক্ত দেখিয়া নীলাম্বরের নেশা ছুটিয়া গিয়াছে। সে মুড়ের মত চুপ করিয়া রহিল