পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

To e 3 বিরাজ-বে) [ তৃতীয় অঙ্ক পীতাম্বর । ( মাথা নাড়িয়া ) কিন্তু—ত হ’লে তার দেহ ভেসে উঠবে ত ? মোহিনী । না উঠ তেও পারে । ভরা শ্রাবণের নদী, স্রোতে ভেসে গিয়েছেন, সতীলক্ষ্মীর দেহ, মা গঙ্গা হয ত বুকে তুলে নিষেছেন । তা ছাড়া কেবা সন্ধান করছে, কেইবা খুজে দেখেছে । পীতাম্বর । সে খোজ আমি ভোর থেকেই করাতে লাগিযে দিয়েছি । পাচু চৌকিদার গেছে তার দলবল নিয়ে নদীর ধারে ধীরে । তুমি যা ভয় করছ তা যদি হয়, তা হ’লে নদীতে এত বাক, এত ঝোপ-ঝাড়, লাশ কোথাও না কোথাও আটকাবে নিশ্চয় । আচ্ছা দেখ, বৌঠান মামার বাড়ি চলে যান নি ত ? মোহিনী । কথখনো না । দিদি বড় অভিমানী, তিনি কোথাও ধান নি। নদীতেই প্রাণ দিয়েছেন । পীতাম্বর । আচ্ছা, সে আমি দেখছি । প্রস্থান ও পুনঃ প্রবেশ পীতাম্বর । দেখ ছোট-বেী— মোহিনী । কী ? পীতাম্বর একটু ইতস্ততঃ করিয়া বলিল— পীতাম্বর । দেখ, আমি যছকে ডেকে পাঠাচ্ছি—একলা বাড়িতে খাকা, ও যেমন কাজ করছিল তেমনি করুক। আর ও এলে আগে এই বেড়াটা ভাঙ্গিয়ে দাও, আর যা পার কর । দাদার মুখের পানে ত চাইতে পারা যায় না। পাগলের মত রাতদিন বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন, এই এতটা বেলা কোথায় যে আছেন—আর এখনো পৰ্য্যন্ত কী যে খুজে বেড়াচ্ছেন তা বুঝি না ।