পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*श्च टि ] বিরাজ-বে। oఠి মোহিনী । ( বাধা দিয়া ) ও কী করছিস তুলসী—ও কী— তুলসী । পোড়ারমুকি, তুই ভূতের ভয়ে পালিয়ে এলি— মোচিনী । ( তাহার দুই হাত ধরিযা ফেলিয়া ) আমন করে না, ছিঃ, তোর দোষ কী ? যা তুই বাড়ি যা তুলসী, কাল থেকে মুখে কিছু দিস নি—যা ঘরে যা । তুলসী । মুখে দেব বই কি, মুখে চুলোর আংরা গুজে দেব । তাই দিই গে যাই । উভয়ে বাহিরে গেল পরক্ষণে পীতাম্বর ও পশ্চাতে মোহিনীর প্রবেশ পীতাম্বর । তা আমি কী করব বল ? মোহিনী । সে কথা আমি বলে দেব ? তোমার না মায়ের পেটের ভাই ? তুমি কি পাথর দিযে তৈরী ? দুঃখে কষ্ট্রে দিদি আত্মঘাতী হলেন, তবুও আমরা পর হযে থাকব ? তুমি থাকতে পার থাকগে, আমি আজ থেকে ওবাড়ির সব কাজ করব । পীতাম্বর । তা না হয় কোরো । কিন্তু মাত্মঘাতীই ধে হয়েছেন— না না, সে কী কথা ? মোহিনী । না ত কী ? দিদি গেলেন কোথা ? তুলসী দেখেছে, সেই রাত্তিরে জলের ধারে বসে কে যেন আঁচল দিয়ে নিজের হাত-পা বাধছিল । ও ভয়ে পালিয়ে এসেছে, ভাল করে চায় নি, তাই কেঁদে মরছে এথন । নিশ্চয়ই সে দিদি । আমাদের খিড়কির ঘাটে আর কে স্বাসবে তাত রাত্তিরে ? কত বড় দুঃখে তুলসীর ঘর থেকে চাল ভিক্ষে করে এনেছেন, কত বড় ধিক্কারে বাড়ি থেকে চলে গিয়েছেন— বলিতে বলিতে কাল্পায় কথা শেষ করিতে পারিল মা