পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Şebr বিরাজ-বে। [ তৃতীয় অঙ্ক পীতাম্বর । তুমি কি দাদার সঙ্গে কথা কইছ না কি ? মোহিনী । হ্যা, বাবা বলি, তাই কইছি । পীতাম্বর । ( স্নান হাসিয়া ) লোকে কিন্তু শুনলে নিন্দে করবে ছোট-বে। জান ত গায়ের লোক সব কেমন । মোহিনী । ( রুষ্ট স্বরে ) লোকে আর কী পারে যে করবে ? করুক নিন্দে । তাদের কাজ তার করুক, আমার কাজ আমি করি ; এ যাত্র ওঁকে যদি বাচিয়ে তুলতে পারি ত লোকের নিন্দে আমি মাথায় পেতে নেব । চলিয়া যাইতেছিল পীতাম্বর । পেচে এসেছিল । মোহিনী ! ( সা গ্রহে ) চৌকিদার প্রচু ? কী বললে ? পেযেছে ? পীতাম্বর । না, কই আর পেলে ? তবে এখনও সন্ধান ছাড়ে নি, ওরা নেীকে নিয়ে বেরিয়েছে। স্থা, দেখ গা, সিন্দুকটা খুলে কিছু টাকা বার করে আন ত । ওদের খরচ-পত্তর দিতে হবে । ট্যাক হইতে চাবি বাহির করিয়৷ দিল মোহিনী । ( সবিস্ময়ে ) তোমার চাবি ? আমি খুলব সিন্দুক ? পীতাম্বর । হ্যা । আর ওটা তোমার কাছেই রাখে । মোহিনী বিস্মিত দৃষ্টি মেলিয়া চাহিয়া রহিল ছোট-বেী, সমবয়সী ছিলুম, অনেক দিন অনেক ছুটোছুটি খেলা, অনেক ঝগড়া, অনেক ভাব করেছি দুজনে—এই বাড়িতে। তখন এত বড় হই নি, তখন পয়সা চিনি নি। আজ মৃতদেহটাও যদি পাষ্ট ত দুটো পারের ধুলো নিয়ে মাপ চেয়ে নি। আমি একবার পেচোকে পাঠাই কেষ্টরামপুরে, তুমি যাই বল, একবার দেখেই আমুক তার মামার বাড়িটা—