পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१क्षष शि ] বিরাজ-বে। ు eఫి মোহিনী। পাঠাতে চাও, পাঠাও। আমার ত মনে হয় ষে ठडिभांनैौ क्षिप्ति পীতাম্বর। তা ত জানি। কিন্তু এত খোজাখুজিতেও লাশের কোন খবর পাওযা গেল না। দেখ, একটা কথা শুনলুম— মোহিনী। কী ? পীতাম্বর। শুনলুম, তুমি রাগ ক’র না—(ইতস্তত: করিয়া ) শুনতে পাচ্ছি সেই রাত্রেই নাকি জমিদারের বজরাটা ছেড়েছে—জমিদারও— মোহিনী । ( জিব কাটিয়া কানে আঙ্গুল দিয়া ) ওগো থামো গো থামে। আর অপরাধ বাড়িয়ে না। তাহলে ঠাকুর দেবতাও মিছে, দিনও মিছে রাতও মিছে । পীতাম্বর। না না, আমি তা বলছি না। গুগু বদমায়েস লোক দি জোর করে— মোহিনী । অসম্ভব। কারও সাধ্যি নেই। পুড়ে ভস্ম হয়ে যাবে য। ( দেওযালের অন্নপূর্ণার ছবির দিকে দেখাইয়া) দিদি ঐ মা অন্নপূর্ণার অংশ ছিলেন, এ কথা আর কেউ জালুক না জামুক আমি জানি । মোহিনী দ্রুত পদে চলিয়া গেল। পীতাম্বর চুপ করিয়া দাড়াইয়া থাকিয়া, এদিক ওদিক চাহিয়া অন্নপূর্ণার ছবিকে একটা প্রণাম করিয়া ফেলিল। তারপর সেও প্রস্থান করিল