পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

वधम शि ] বিরাজ-বে। Y S > মোহিনী । আপনার রান্নাও ঠাকুরঝিই করাচ্ছে । আমাকে বারণ করে গেছে । নীলাম্বর। ওই এক পাগল । আর তোমার ? তুমি ঐ খোটা লোকটার হাতের রায়া খাবে ত ? মোহিনী নীরবে মাখা মাড়িল নীলাম্বর। তবে ? তুমি রাধবে না বুঝি ? না মা, সে হবে না, একলা নিজের জন্তে তুমি রণধৰে ন বুঝতে পারছি । আমি যত্নকে ডাকি উকুনটা ধরিযে দিকৃ— বলিতে বলিতে নীলাম্বর ব্যস্তভাবে উঠিতেছিল, মোহিনী নত মুখে বলিল— মোহিনী । আজ একাদশী । অকস্মাৎ মাথায় কঠিন আঘাত পাইয়া মানুষ যেমন করিয়া বসিয়া পড়ে, জর্জোখিত নীলাম্বর তেমনই করিয়া মাথায় হাত দিয়া বসিয়া পড়িল এবং কয়েক মুহূৰ্ত্ত কথা কহিতে পারিল না। পরে ধীরে ধীরে আর্ভশ্বরে বলিল— নীলাম্বর । মা গো । আঞ্জ ছ’মাস হতে চলল, এখনও আমার অভ্যেস হল না, এখনও স্মরণ থাকে না একাদশীর কথা । ( ক্ষণপরে নিজেকে সংবরণ করিযl ) তবে আর আমার জন্তে রায় কিসের মা ? তুমি বলে দাও নি পু টিকে ? মোহিনী । বলেছিলুম বাবা, যে আপনি খান না কিছু, গুনে ঠাকুরঝি রাগ করতে লাগল । বললে, সে আমি বুঝব। সত্যি বাবা, আপনি থান না, আমার বড় কষ্ট হয় । নীলাশ্বর” আর আমার বুকে বুঝি কষ্ট বলে কিছু নেই ? মা, পরমেশ্বর যে করুণাময, তা এই পরম দুঃখের মধ্যে যেমন করে বুঝছি, এমন কখনও বুঝি নি। নিজের দোষে ষার সর্বনাশ হয় তাকেও তিনি