পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूर्ष षष्ठ क्ष्वंशंब शृश्च চণ্ডীমণ্ডপ, কিছু সংস্কার হইয়াছে। দুপুর-বেলায় নীলাম্বর একখানা কম্বলের আসনের উপর স্থির হইয়া বসিয়া আছে। দেহ অত্যন্ত কৃশ, মুখ ঈষৎ পাণ্ডুর, মাথায় ছোট ছোট জটী, চোথে বৈরাগ্য ও বিশ্বব্যাপী করুণা। সম্মুখে একটি চৌকির উপর তাহার পুরাতন মহাভারতথানি খোলা রহিয়াছে। সিড়িতে যদু বসিয়া আছে, তাহার মুখে ও মাথায় বার্থক্যের স্বম্পঃ প্রকাশ। নীলাম্বরের অদূরে শুভ্ৰবস্ত্র পরিহিতা মোহিনী উপবিষ্ট । নীলাম্বর শান্তিপর্ব পড়িতেছিল। কয়েকছত্ৰ পডিয়া থামিল যন্ধু । ( গামছায় চোখ মুছিল ) আহা, কথাগুনো বুকের মধ্যি নিকে রাখতে হয় । নীলাম্বর। আজ এইখানেই থাক, কী বল মা ? তোমার কাজ রয়েছে । মোহিনী। না বাবা, আমার কাজ কিছু নেই। তবে আপনার কষ্ট হচ্ছে, অনেকক্ষণ থেকে পড়ছেন। থাক্ । নীলাম্বর । আমার কষ্ট ? মহাভারত পড়তে কষ্ট ! কিন্তু তোমার কােজ নেই বলছ, রান্না কি হয়ে গেছে সব ? ওদের অতগুলি লোকের রান্না, এরই মধ্যে কখন করলে মা ? যত্ন উঠিয়া গেল মোহিনী। রায় আমি করি নি। ওদিকের রান্না ঠাকুরকির, সঙ্গে যে লোক এসেছে সে-ই করছে । নীলাম্বর । সে ভালই হয়েছে ৭ কিন্তু আমাদের মাযে-পোয়ের দুটো ভাতে-ভাত—সেটা তোমাকেই ত করতে হবে মা ।