পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'ృశిe বিরাজ-বে। [ চতুর্থ অঙ্ক গেল । মোহিনী তাহার উদ্দেশে সেইখানে গলায় আচল দিয়া প্রণাম করিয়া উঠিতে উঠিতে বলিল— মোহিনী । তুমি চিনেছিলে দিদি, তাইতেই একটি দিনও ছেড়ে থাকতে চাইতে না । সে ভিতরে যাইতেছিল, এমন সময় হরিমতি, তাহার স্বামী যোগীন এবং তাহার শিশুপুত্র কোলে দাসী প্রবেশ করিল । হরিমতির পরণে গরদের শাড়ী, সৰ্ব্বাঙ্গে গহন । যোগীনও গরদের ধুতি পাঞ্জাবি পরিয়াছে। উভয়ের কপালে হোমের ফোটা। মোহিনী। এত বেলা করলে ভাই ঠাকুরঝি পূজো দিতে ? কাল রাত থেকে থাও নি, পূজোর পেসাদ মিষ্টি কিছু মুখে দিয়েছ ত ? হরিমতি । সে হবে?খন। তাহার কথার ভঙ্গীতে বোঝা যায় সে কথা কহিতে তেমন ইচ্ছুক নয় মোহিনী । ( দাসীর প্রতি ) দাও, আমাকে স্বাও । বলিয়া হাত বাড়াইল, দাসী সে আহবান গ্রাহ করিল না হরিমতি । ( দাসীকে ) ঘুমিয়ে পড়েছে। এখন আর জাগাস নে বিন্দু। যা তুই, জামাটা খুলে দিয়ে গুইয়ে দি গে। দাসী ভিতরে গেল। স্নানমুখে মোহিনীও চলিয় গেল। বিরক্তভাৰে হরিমতি চলিয়া বাইতেছে, যোগীন বলিল— যোগীন । আমার সম্বন্ধেও কি এই ব্যবস্থা ? হরিমতি । কী ব্যবস্থা ? যোগীন । যা দেখলুম—নীরবে প্রস্থান ? হরিমতি । জানি নে । যোগীন । কিন্তু অপরাধটা কী, তাও জানতে ইচ্ছে হয় ত মাছুষের ?