পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अयंषम शृश ] বিরাজ-বে। YY \ হরিমতি । কে বলেছে অপরাধ ? অপরাধ আবার কার ? যোগীন । এই আমার । এবং ঐ বেচারী ছোট-বৌদিদির । হরিমতি । অপরাধের ফিরিস্তি দিতে আমি চাই নে, কারুকে কিছু বলতেও চাই নে। কিন্তু আমার রাজার মতন দাদাকে স্বারা এত ছঃখু দিয়েছে, এমন রোগা-শোগা পাগলের মতন করে দিয়েছে, তাদের মুখ দেখতে আমার ইচ্ছে করে না । দুঃখে, অভিমানে তাহার চোপে জল আসিল । সে চোখ মুছিয়া ৰলিল— তোমার আপত্তি থাকে, আমি একলাই দাদাকে নিয়ে চলে যাব কোথাও । যোগীন। ( পরিহাসের সুর ত্যাগ করিয়া কোমলকণ্ঠে ) সৰ্ব্বনাশ । না গো, তার দরকার হবে না। তবে আমি বলছিলুম মাস-থানেক থাকে। না, তোমার হাতের সেবা যত্ন পেলে দেথ না এইখানেই দাদার— মোহিনী । না না, এখানে হবে না । দাদাকে তুমি জান না, এখান থেকে না নড়াতে পারলে দাদা আমার বাচবে না । আমি কালই যাব । বলিতে বলিতে হঠাৎ কঁাদিয়া কেলিল যোগীন । আচ্ছা, আচ্ছা, তাই হবে, আমি দেখছি । হরিমতি । দাদাকে যদি সারিয়ে তুলতে পারি তবেই ফিরব, নইলে তোমাদের বাড়ি আর আমি ফিরব না। শ্বশুর আর বাপ ভিন্ন নন, ছোড়দাও মায়ের পেটের বড় ভাই, গুরুজন, দুজনেই স্বগ গে গেছেন— নিন্দে করব না, নালিশও আমি করব না—কিন্তু একটিবার যদি আমি এসে দাড়াতে পারতুম তাহলে কি ঘরে-বাইরে এমন করে সৰ্ব্বনাশ ঘটতে পারে ? না, এ কথা আমি ভুলতে পারব কোনদিন ?