পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

०ेश्म शि ] বিরাজ-বে। > SS মোহিনী। তা বেশ ত, যাবে। দুটো দিন থাকো এখানে, কত কাল পরে এলে— যোগীন । তবে আপনি নিজের ননদটিকে চেনেন না । দুটো দিন ছেড়ে এ বাড়িতে আর একটা বেলা থাকলে দাদাকে সারানো শক্ত হবে। নেহাৎ কাল ভোরের আগে পশ্চিমের গাড়ী এ স্টেশন দিয়ে যাবে না, তাই আজ রাতটা কোন রকমে কাটাতেই হবে। মোহিনী। কালই ভোরে ? যোগীন। স্থ। অতএব আর দেরি করবেন না, চটপট আপনার গোছগাছ যা করবেন, এই বেলা সারুন । মোহিনী । আমার গোছানোর জন্তে ভাবনা নেই ভাই । যোগীন । গোছানোর ভাবনা নেই ? একটা সংসার উঠিয়ে নিয়ে যাওয়া—যাকে আমরা বলি মেজর অপারেশন । শেষকালে গাড়ীতে এক পা মাটীতে এক পা, আঁচলে হাত দিয়ে বলবেন—( স্বর করিয়া বলিল ) ঐ যাঃ ঠাকুরঝি, নোড়া গাছটা বাধব বাধব করে ভুলে গেছি। আর র্যাতাটা যে উঠোনে ফেলে এসেছি, কাগে নিয়ে যাবে,কী হবে ভাই ? মোহিনী হাসিয়া ফেলিল, যোগীন সিগারেট ধরাইতে প্রবৃত্ত হইল মোহিনী । না ভাই, তা বলব না, তুমি নিশ্চিস্ত হও । নেপথ্যে খড়মের শব্দ যোগীন । দাদা এদিকে আসছেন বুঝি । ব্যস্ত হইয়া সিগারেট লুকাইয়া বাহির হইয়া গেল । ভিতর হইতে নীলাম্বর ঢুকিল নীলাম্বর । শুনেছ ত মা তোমার পুটির খেয়াল ? পশ্চিমের হাওয়া না খেলে ওর দাদা নাকি বাচবে না ।