পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ • বিরাজ-বে। [ চতুর্থ অঙ্ক মোহিনী । এই শুনলুম বাবা, ঠাকুরজামাই বলছিলেন। ভাল কথাই বলেছে ঠাকুরঝি। আপনার যা শরীর হয়েছে। নীলাম্বর। শরীরের জন্তে ভাবছি না, কিন্তু ই না বললে ত ও ছাড়বে না । যাতে ও ভুলে থাকে—নিদারুণ আঘাত পেয়েছে। কিন্তু কাল ভোরেই বেরোতে চায় ষে । এই একটা বেলার মধ্যে তোমার সব জোগাড় করে নিতে পারবে কি ? সেই ভাবছি আমি । মোহিনী। জোগাড়ের আর কী আছে বাবা । সংসারের সব জিনিসইত আপনি ত্যাগ করেছেন। দুখান কাপড় চাদর আর একটা কম্বল বই ত নয়, সে দিতে আর কতক্ষণ লাগবে ? নীলাম্বর । ( সহাস্তে ) মহাভারতখানা সঙ্গে নিতে ভুলো না মা । সে তুমি ফেলে যাবে না জানি । মোহিনী। দেব বইকি বাবা । পুত্রক্ৰোড়ে হরিমতি আসিয়া দাদার পাশে দাড়াইল নীলাম্বর । যদু বাড়িতে থাকবে। ঘরটা দোরটা আগলাবে— মোহিনী । ও যদি যেতে চায় যাক না বাবা, বুড়ো হয়েছে। আমি ত আছি, আর তুলসীকে বলব’খন— নীলাম্বর । ( সাম্পৰ্য্যে ) সে কী কথা ? তুমি যাবে না মা ? ছোট-বো নীরবে মাথা নাড়িল নীলাম্বর। না না, সে হয় না মা, তুমি একলাটি কেমন করেই বা থাকবে ? অার থেকেই বা কী হবে মা ? চল । মোহিনী । ( নত মুখে ) না বাবা, আমি কোথাও যেতে পারব না। নীলাম্বর। কেন মা ? এত বড় বিপদ গেল, তবু তুমি একটা দিনও কোথাও যাও নি । তোমার বাবা কতবার এসেছেন নিয়ে যেতে, তুমি ফিরিয়ে দিয়েছ। সে না হয় বুঝলুম আমার জন্তে যাও নি । কিন্তু