পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

<यंथम पृथ ] বিরাজ-বে) `S २ `S এখন ত সে কারণ থাকছে না । তবে কেন কোথাও যেতে পারবে না মা ? মোহিনী চুপ করিয়া রহিল নীলাম্বর। না বললে ত আমার যাওয়া হবে না মা । মোহিনী । আপনি যান বাবা, আমি থাকি । নীলাম্বর । কিন্তু কেন ? ছোট-বে একটা সঙ্কোচের জড়তা প্রাণপণে কাটাইয়া বলিল— মোহিনী । কখনও যদি দিদি আসেন—তাই আমি কোথাও যেতে পারব না বাবা । নীলাম্বর চমকিয়া উঠিল । মুহূর্তেই নিজেকে সংবরণ করিয়া অতি ক্ষীণ একটু হাসির বলিল— নীলাশ্বর । ছি মা, তুমিও যদি এমন থ্যাপার মত কথা বল, এমন অবুঝ হয়ে যাও, তাহলে আমার উপায় কী হবে ? ছোট-বে। চোখ বুজিয়া যেন নিজের বুকের মধ্যে দেখিয়া লইল, পরক্ষণে সংশয়লেশহীন, স্থির মৃদু কণ্ঠে যলিল— মোহিনী । অবুঝ হই নি বাবা । আপনার যা ইচ্ছে হয় বলুন, কিন্তু যত দিন চন্দ্র স্বৰ্য্য উঠতে দেখব, তত দিন কারও কোন কথায় আমি বিশ্বাস করব না । ভটুবোন পাশাপাশি দাড়াইয় নির্বাক হইয় তাহার দিকে চাহিয়া রছিল। সে তেমনই স্বধৃঢ় কণ্ঠে বলিতে লাগিল— মোহিনী । স্বামীর পায়ে মাথা রেখে মরণের বর দিদি চেয়ে নিয়েছিলেন, সে বর কোনমতেই নিষ্ফল হতে পারে না । সতীলক্ষ্মী দিদি