পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

हिउँौम्न छूॐ হুগলীর হাসপাতাল প্রশস্ত বারান্দার এক অংশ । পিছনে রোগী থাকিবার হল, খোলা দরজার ও জানালার ভিতর দিয়া রোগীদের খাট সারি সারি দেখা যায়। দূরে পেটা ঘড়িতে সাতটা বাজিল । একটি প্রৌঢ় ভদ্রলোক ও এক রমণী ঘরের ভিতর হইতে বাহিরে আসিল রমণী। তা হোক, তুমি জিজ্ঞেস কর না গা । একটিবার বলেই দেখ না । পুরুষ। বলতে গেলে রাগ করবে ডাক্তারবাবু। এই দেথ না সাড়ে ছটা পৰ্য্যন্ত থাকবার নিয়ম, সাতটা বেজে গেল, দেখতে পেলে বকবিকি করবে না ? রমণী। বাজলই বা সাতটা । আমরা ত অন্যায় কিছু করি নি। ঐটুকু ছেলে, মাকে ছেড়ে কখনও থেকেছে, না থাকতে পারে ? ষ্ট্ৰাচল চেপে ধরে থাকলে মানুষ কেমন করে ছিনিয়ে নিয়ে আসে বল ত ? তুমি না বলতে পার, আমায় নিয়ে চল। আমি তার পায়ে ধরে বলব— পুরুষ। আরে এটা হাসপাতাল, এখানে কি তোমার জন্তে আলাদা নিয়ম হবে না কি ? কেন ভয় করছ, ঐ ত ও কোণে যে মেয়েটি রয়েছে—আমাদের থোকনের চেয়ে ছোট, বেশ ভাল হয়ে আসছে। আচ্ছ, ঐ ত ডাক্তারবাবু আসছেন— রমণী । ( দেখিয়া ) না না, ও-ডাক্তারবাবু নয়। সেই বুড়ে ডাক্তারবাবুর কাছে চল । তিনি ভাল লোক, চল, তার নিশ্চয় निव्रt इ८द् বলিতে বলিতে বাহির হইয়া গেল, পুরুষটি তাহাকে অনুসরণ করিল