পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

为令8 বিরাজ-বেী [ চতুর্থ অঙ্ক অপর দিক হইতে ডাক্তার ও একটি বাঙ্গালী নাস প্রবেশ করিল ডাক্তার । তোমরা জানবে না ত জানবে কে ? এ ডাক্তার সেন পাও নি, যে যা খুশী করবে হাসপাতালে। কাল ঐ হিন্দুস্থানী বুড়ীর নাতি এলে বলে দেবে, তার নানীকে আর তার ইকো কলকে নিয়ে বাড়ি চলে যাক, বাড়ি গিয়ে যত খুশী তামাক থাইয়ে মারুক বুড়ীকে। এখানে চলবে না । নাস। যে আজ্ঞে । আর ঐ বাইশ নম্বরের কেসটা কী রকম যেন ঠেকছে। একবার দেখবেন ? ডাক্তার। বাইশ নম্বর ? ঐ কোণের ? ও আর দেখতে হবে না, বুড়ো আজ রাত্তিরেই টাসবে বোধ হয়। একটু নজর রেখো । চলিয়া যাইতেছিল, ফিরিয়া বলিল— হ্যা, সাত নম্বর বেড টী খালি হয় নি কেন ? ওকে বলেছিলে আর থাকা চলবে না ? এটা ত রাজার অতিথিশালা নয়। অমুথ যা ভাল হবার তা হয়েছে, যা হয় নি তা আর হবেও না। ছ মাস কেটে গেল— আর মিথ্যে বেড, জুড়ে থাকলে চলবে না । নাস। বলেছিলুম ডাক্তারবাবু। ডাক্তার। বলেছিলুম ফলেছিলুম নয়। কাল ও-বেড আমি খালি দেখতে চাই। যেখানে খুশী যাক। পেসেণ্ট এড মিটু করতে পারছি না । ডাক্তার ও পশ্চাতে নাস ঘরের মধ্যে প্রস্থান করিল। একটু পরে প্রবেশ করিল বিরাজ। রোগে ও দুর্দশায় তাহার যে পরিবর্তন হইয়াছে, তাহাতে তাহাকে চিলিতে পারা যায় না। মাথার চুল ছোট করিয়া ছীটা, একটি চোখ ও একটি হাত অকৰ্ম্মণ্য । কঠিন ও দীর্ঘস্থায়ী রোগের ফলে দেহে ও মুখে বিবর্ণ শীর্ণতা। দৃষ্টিও সর্বদ স্বস্থ নয়