পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

उिँौग्न पूछ ] বিরাজ-বে। ృతి) রোগিনী। পান খাবে না কি ? विद्रांस । न । রোগিনী । বলি, ও-মাগী অত কী বলে ? চলে যেতে বলছিল বুঝি ? বিরাজ । হ্যা । রোগিনী । খবরদার যাবে না। কেন যাবে ? ওর বাবার হাসপাতাল ? আমাদের স্তাব করবার জন্তে কোম্পানী রেখেছে ওকে, ওর অত কী ? সবাই চলে যাই, আর উনি যত ছোড়া ডাক্তারগুনোকে নাচিয়ে নিয়ে রাজত্ত্বি করুন এখেনে, বটে ! আমার বলে বুড়ে মানুষ, সাবধানে খেও । আর উনি আঁটপাট করে কাপড় পরে ছড়ি আছেন, দশ মুখে খাবেন । বলে, কাপড় দিয়ে বেঁধে যদি বয়েস ধরে রাখা যেত, তা হ’লে আর রাজার রাণী বুড়ী হত না ; না কী বল গো দিদি ? বিরাজ । হু । রোগিনী। থাবার দিতে মানা করছিলে নাকি ? বিরাজ । হ্যা । রোগিনী। ভাল করে কথাই নয় কইলে দিদি । আমরাও ছোটনোক নই, খোলার ঘরে থাকি নে—খালি স্থ, আর হ্যা বিরাজ। না বোন, ছোটলোক কেন হবে। আমার ক্ষিদে পায় না, তাই বললুম খাবার দিতে হবে না। রোগিনী। তুমি বড় আত্মসৰ্ব্বস্বি মেরে বাপু, তা বাই বল। ঐ ওঘরে একটcছেলে পেট ভরে খেতে পায় না বলে কাদছিল। নিজে না খাও, আমাকে দিও, তাকে দিয়ে আসব। ভূমি খাৰে লা জার সব স্বাবে ঐ চোর মাগীর পেটে—