পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృsరిe বিরাজ-বেী [ চতুর্থ অঙ্ক নাস। ( দয়ার্ড কণ্ঠে ) তাই যাও বাছা । একটু সাবধানে খেকো । ভাল হয়ে যাবে। বিরাজ। আর ভাল কি হবে মা ! এ চোখটাও ভাল হবে না, এ হাতও সারবে না । নাস । তা কেন সারবে না ? সারতেও পারে। বিরাজ । আর সেরেছে । আরও কত শাস্তি ভগবান দেবেন। তা নইলে বেঁচে উঠলুম কেন । নাস। তুমি যাও, নিজের বিছানায় যাও। এখুনি থাবার দিতে আসবে। আমি যাই । বিরাজ । থাবার চাই নে মা, মানা করে দিও। তার বদলে— ( সিথিতে হাত দিয়া ) একটা উপকার যদি কর মা । এখানে কোথাও একটু পিদুর পাওয়া যাবে না ? তার যে অকল্যাণ হবে। নাস । হা, পাওয়া যাবে না কেন । আমি দেখছি। বিরাজ । কিন্তু আমার কাছে ত কিছু নেই, দাম দেব কী করে ? নাস। দাম আবার কী লাগবে ? অামাদের রুক্সিনী ঝির কাছ থেকে চেয়ে আনব, তার আবার দাম কী ? বিরাজ । তোমাকে কষ্ট দিচ্ছি মা । নাস। কষ্ট আর কী। এই ত পাশেই ওর ঘর । প্রস্থান পূৰ্ব্বোত্তল রোগিনীর প্রবেশ রোগিনী। (আচল হইতে পান বাহির করিয়া এক খিলি মুখে পুরিয়া) ও দিদি, বসে আছ ? विब्रांख ॥ छ ॥