পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় দৃশু ] বিরাজ-বে। ృ99 রোগিনী। আবার কী হল গা ? কাদছ কেন ? বিরাজ নীরবে ক্ৰন্দন সংবরণ করিতে প্রয়াস পাইল ই কী কাও ? হঠাৎ ভুকুরে কেঁদে উঠলে কেন ? ঐ মাগী বুঝি বলেছে কিছু ? বিরাজ । না, কেউ কিছু বলে নি। কিছু হয় নি । সে ভিতরে চলিয়া গেল রোগিনী । ( ভেঙচাইযা ) কেউ কিছু বলে নি, কিছু হয় নি। ঢঙ, । তবে ঢঙ করে কান্নাই বা কেন ? প্রস্থান তৃতীয় দৃশ্য প্রযাগের বাসা টিনের চালা, লাল সিমেন্ট করা রক। সামনে পথ । পথে পথিক, ভিক্ষুক প্রভূতি যাতায়াত করিতেছে । প্রবেশ করিল যোগীন ও হরিমতি । হরিমতি বার বার পথের দিকে চাহিতেছে যোগীন। কেন ব্যস্ত হচ্ছ ? দাদাকে তোমার কেউ চুরি করে নিয়ে যাবে না গো, কেউ নিয়ে যাবে না। আর প্রয়াগে এসে হারিয়ে যাবার মত ছেলেমাচুষটিও নন । হরিমতি । সে কথা হচ্ছে না । একলাটি বসে রইলেন, আমরা চলে এলুম, তাই বলছি। দেখ না একটু এগিয়ে— যোগীন। দেখ পুটুরাণী— হরিমতি । আঃ, কী বেহায়াপান কর পথের মাঝখানে । ৰোগীন। হলই বা পথ, পরস্ত্রীকে ডাকৃছি, এমন সন্দেহ কেউ