পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి8 বিরাজ-বেী [ চতুর্থ অঙ্ক করবে না । তবে ঐ সুন্দর নামের জন্তে যদি বল, নামটি ত আর पञांभि प्तिहे नि হরিমতি । ( রাগ করিয়া ) বেশ, আমার নাম খারাপ হোক, ভাল হোক, আমারই আছে, তোমার কী তাতে ? যোগীন। তার মানে ? ঘোটকটি পেয়েছি, ঘোটকের ছায়াটি পাই নি ? তোমার দেহ মন প্রাণ জীবন যৌবন সব সমর্পণ করেছ, কেবল নামটি— হরিমতি। তুমি থামবে ? না, আমি যাব দাদাকে খুজতে, তাই বল। ভোর-বেলায় বাসিমুথে কখন বেরিয়েছেন— যোগীন। দোহাই তোমার, তুমি দাদাকে খুজিতে যেও না । মানুষটাকে তোমার তীক্ষু সেবার কামড় থেকে এক মুহূৰ্ত্ত রেহাই দাও । দু’দও মন্দিরে বসে আছেন, থাকতে দাও, আর তাড়া ক’র না । হরিমতি । কী ? আমি তাড়া করছি ? যোগীন। দেখ পুটু, ঐকাস্তিক ভগ্নীস্নেহ বাস্তবিকই স্বৰ্গীয় বস্তু। কিন্তু এদিকে পৃথিবীর মানুষ বই ত নয়। এই যে প্রায় একটা বছর নগরের পর নগর, তীর্থের পর তীর্থ ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছ, তোমার বলতে নেই সোমখ বয়স, শত্রুর মুখে ছাই দিয়ে মুস্থ দেহ, আর দেশ ভ্রমণের আনন্দও আছে— হরিমতি । এ আমার দেশ ভ্রমণের বোরা ? তা ত বলবেই। দাদার জন্তে আমার বুকের ভেতরটা কী যে করে তা তুমি বুঝবে কী করে ? সে দাদাকে তুমি ত দেখ নি। কথায় কখায় হাসি, সকল কথায় গান, কী করলে আমার সেই সদানন্দ দাদাকে আবার ফিরে পাৰ--- ৰঙ্গিতে বলিতে তাহার চোখে জল জাসিল