পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

स्रुलैौश्च चि ] বিরাজ-বেী శిdt যোগীন । ( সাত্ত্বনার স্বরে ) হবে, হবে, এত হতাশ হচ্ছ কেন ? ক্রমে হবে । হরিমতি । হতাশ ত এক দিনে হই নি। এতদিন আমিও ত তাই মনে করতুম, কিন্তু যত দিন যাচ্ছে তত দাদা যেন আরও জীর্ণ-শীর্ণ, আরও বুড়ো হয়ে যাচ্ছে। এত মন্দির, এত মঠ, পাহাড় পৰ্ব্বত, কিছু কি চোখ তুলে দেখেন না, কিছু কি ভাল লাগে না ? যোগীন। ভালো লাগবে কার ? আসল মানুষটা কি বেঁচে আছে ? প্রাণহীন দেহটাকে তুমি টেনে নিযে বেড়াচ্ছ বই ত নয়। হরিমতি । এক জেগে ওঠেন দেখি ছোট-বৌদিদির চিঠি এলে। কত আশা করে যেন চিঠি খোলেন। যোগীন। তুমি বিশ্বাস কর আর না কর ডাক্তারীটা আমি সত্যিই পাশ করেছিলুম। ভয় নেই, তোমার দাদার চিকিৎসা আমি করতে চাই না, তবে আমার পরামর্শ যদি নাও ত বলি—এবার ওঁকে বাড়ি নিয়ে চল। কাশী গয়া দিল্লী আগর প্রয়াগ ত অনেক হল, কিন্তু মন যে পড়ে আছে সাতগার একটি ভাঙ্গা বাড়িতে একটি ভাঙ্গা ঘরের মধ্যে— হরিমতি । কই, এখনও দাদা এলেন না। আপন মনে উঠে কোথাও চলে-টলে গেলেন নাকি । তুমি এস না গো । যোগীন। নাঃ, এই দুই পাগলের মাঝখানে পড়ে আমিও পাগল হৰ দেখছি। চল । इब्रिभठि । (चां८ब्रब्र ठिठब्र छांकिब्र ) ७ दिन्नू, cषांब्रछे क्रिा यां । কত রকমের লোক বুছে । উভয়ে পথে নামিল। কয়েক পদ্ধ অগ্রসর হইয়। দুয়ের পালে চাহিয়া ৰোগীন লিঙ্গ