পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ দৃশ্ব ] বিরাজ-বেী Y 8 S হরিমতি । দাদা, ও দাদা— নীলাম্বর তেমনই অন্ত মনে সাড়া দিল নীলাম্বর । য়্য!— হরিমতি । আমার ভয করে দাদা, তুমি যেন কোথায চলে যাচ্ছ— নীলাম্বর । জানলে ত যেভূম । জানি নে যে। ভয নেই, কোথাও যাব না, কোথাও যাব না বে— মঞ্চ ঘুবিল চতুর্থ দুখ্য মাঠের উপর পথের রেপ । একপাশে এক বৃক্ষ গুrল নিদ্রিত। ভিখারিণ বিরাজ কাদিতে কঁাদিতে বলিতেছে— বিবাজ । কোথাও যাব না, আবে আমি কোথাও যাব না গো— অপর এক বৃক্ষতrপ সেই মাত্র এক বৃদ্ধ সাধু তাহার ঝুলি নামাইয়া বসিতেছিল । সে শুনিয়া বলিল— সাধু। কী হোযেছে মাযি ? ক্ষ্যাপা মাযি, রোতি হো কেঁও ? বিরাজ। আমি যাব না গো—( হঠাৎ জাগিয়া উঠিয়া ) য’্যা, কে ? ও, সাধুবাব ! উঠিয়া বসিল সাধু। যায়েগা নেহি ত, রামজী কহে, মাৎ যাও । কোন যানে বোলতা বেটি ; যহাই রহো । সবহি ঘটমে হরি বসে, যেও গিরিত্নতমে জ্যোতি । জ্ঞানগুরু চকমক বিনা কৈসে প্রকট হোতি ॥