পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృ8bూ বিরাজ-বে। [ চতুর্থ অঙ্ক রাম রাম সব কৈ কহে, ঠক্‌ঠকরত চোর। বিনা প্রেমসে রিঝাৎ নহি, তুলসী নন।কিশোর ॥ যো রোতা, উসকো হোতা । তুমূগরে ত হো গয়া । বিরাজ । ( এই আশ্বাস ও আশার বচনে কাদিয়া ফেলিল ) আমার প্রাযশ্চিত্ত পূর্ণ হযেছে ? অামাব অপরাধ ক্ষমা করেছেন তিনি ? নিশ্চয় করেছেন। নইলে এমন করে দেখা দেবেন কেন ? নইলে বাবা তোমার মুখে এমন আশ্বাস পাব কেন ? ( উঠিযা দাড়াইল ) না, আর সন্দেহ করব না, আর ভয করব না । সাধু। রামজী কঙ্গে, ডরো মাৎ । আপন মনে গুণ গুণ করিয়া গাহিতে লাগিল--- পতিতপাবন সীযারাম, ককণাসাগর সীখারাম । বিরাজ । এ কী অহঙ্কার পেযে বসেছিল বাবা ? এই কুরূপ কুচ্ছিৎ মুখ বিশ্বশুদ্ধ মামুষের সামনে বার করতে লজ্জা হল না, আর যিনি মালিক, সেই আমার দেবতাকে দেখাবার লজ্জায কেবলি দুরে পালাচ্ছিলুম। আর দেরি করতে পারব না, আর ত সময নেই—আমি বলিতে বলিতে এক অনির্বচনীয় আবেগে তাহার মুখ উদ্ভাসিত হইয়া উঠিল। কোনও দিকে দৃকপাত না করিয়া উন্মাদিনীর স্থায় সে ছুটিয়া বাহির হইল। তাহার ঝুলি-ঝোল সব পড়িয়া রহিল সাধু। চলো মায়ি, হম্ আতেহেঁ সাথ সাথ । বলিয়া সাধু গাহিল— তু দয়ালু, দীন হেঁ, তু দানী, ইে। ভিখারী। হেঁ। প্রসিধ, পাতকী, তু পাপ পুঞ্জহারী ॥