পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*क्ष्म नॄथ् ] বিরাজ-বেী 8 సె নাথ তু অনাথকে, অনাথ কোন মে। সে ? মো সমান আরত নহি, আরতিঙ্গর তো সে । ব্ৰহ্ম তু, ইে জীব হেঁ, তু ঠাকুর, ষ্ঠে চের । তাত মাত গুক সগা তু, সব বিধি হিতু মেরী ॥ তোহি মোহি নাতে অনেক, মানিয়ে জো ভাওঁয়ে । জে'-তো তুলসী কৃপালু, চরণ শরণ পাওঁয়ে ॥

  • थंaअ झूs

তারকেশ্বরের মন্দিরের নিকটস্থ একটি অপ্রশস্ত ও অপ্রধান পথ। মন্দিরের চুড়া দেখা যাইতেছে। সন্ধ্য। কাল । এইমাত্র মন্দিরের আরতির বাস্ত থামিল। কয়েকটি যাত্রী, পুজাখিনী, ভিক্ষুক ইত্যাদি যাতায়াত করিতেছে, তাহীদের কেহ নীরব, কাহারও মুখে স্থান ও কালোচিত দুই একটি উচ্ছ,সিত বাক্য। একটি পুরুষ দণ্ডী খাটিতে থাটিতে চলিয়া গেল, তাহার সঙ্গে কয়েকটি পুরুষ ও নারী চলিল। পথে আলো নাই, দূর হইতে অল্প অল্প আলো আসিয়া পড়িতেছে । এক ব্যক্তি এদিক-ওদিক চাহিতে চাহিতে প্রবেশ করিল। কয়েক পদ অগ্রসর হইয় তাহার দৃষ্টি পড়িল একটি শারিত ভিখারিণীর প্রতি । সে দাড়াইয়া পিছনে চাহিয়া ডাকিল— ব্যক্তি । ওরে, এখানে একজন রয়েছে যে ও মহেশ, ইদিকে আয়, ইদিকে আয় । একটি ছোট ধাম হাতে তাহার ভূত্য মহেশ প্রবেশ করিল কী রকম দিচ্ছিস তুই ? একে দিয়েছিস ? মহেশ । ও হরি এথানে পড়ে আছে । তা এখানে পড়ে থাকলে আমি কেমন করে দেখতে পাব বাৰু? এ রাস্তায় কটা লোক চলে? সব ভিখিরি রয়েছে সামনে—